প্রাকৃতিক উপায়ে চুল কালো করার টোটকা শেখালেন কেয়া শেঠ। ছবি: আনন্দবাজার ডট কম।
বাড়তে থাকা মানসিক চাপ মাথার চুলে পাক ধরাচ্ছে। শুরুর দিকে দু’-একটা পাকা চুল, এদিক-ওদিক করে ঢেকে রাখতেন। কিন্তু চোখের নিমেষে সংখ্যায় তারা এমন হারে বেড়ে চলেছে যে, তাদের আর চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল কী ভাবে ঢাকা যায়, সেই ভেবেই হয়রান। মুশকিল আসান করলেন রূপচর্চা সহায়ক ও রূপটানশিল্পী কেয়া শেঠ।
পুজোর আগে অনেকেই সালোঁয় ছোটেন পাকা চুল রং করাতে। তবে দীর্ঘ দিন ধরে রাসায়নিক রঙের পরত চুলের উপর পড়তে থাকলে চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। কেয়া বলেন, ‘‘পুজোর আগে পাকা চুল কী করে ঢাকবেন, সেই চিন্তায় অনেকেরই ঘুম উড়েছে। রাসায়নিক রং ব্যবহার করতে না চাইলে প্রাকৃতিক উপায়ের উপরে ভরসা রাখতে পারেন। একটি লোহার পাত্রে অরগ্যানিক হেনা পাউডার আর ইন্ডিগো পাউডার নিয়ে সেই মিশ্রণটি লিকার চা দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন। আগের রাতে ভিজিয়ে রাখতে পারলে আরও ভাল। এ বার মিশ্রণটি শ্যাম্পু করা চুলে মেখে রাখুন ঘণ্টাখানেক। তার পর ধুয়ে নিলেই দেখবেন, পাকা চুল একেবারে গায়েব হয়ে গিয়েছে।’’
দীর্ঘ দিন ধরে রাসায়নিক রঙের পরত চুলের উপর পড়তে থাকলে চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যায়।
চুলে হেনা ব্যবহারের পর অনেকেরই চুল রুক্ষ হয়ে যায়। সেই সমস্যা দূর করারও উপায় বলে দিয়েছেন কেয়া। বাড়িতেই চুলের স্পা করে নিতে পারেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। কেয়া বলেন, ‘‘প্রথমে মেথি সারা রাত ভিজিয়ে সকালে একটি পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে ২ চামচ মেথির মিশ্রণ, ২ চামচ মুলেঠি গুঁড়ো, ২ চামচ হেনা, পরিমাণ মতো দই আর একটি কলা চটকে নিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। তার পর সেই প্যাক সারা চুলে মেখে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেই চুলে আসবে স্পায়ের মতো জেল্লা। খরচও কম হবে।’’