Ajwain Benefits Of Hair

গ্যাস-অম্বলে অব্যর্থ, তা দিয়েই ঝলমলে হবে চুল! কী ভাবে মাখবেন মাথায়?

চুল নিয়ে নানা সমস্যা? হেঁশেলের মশলার গুণেই জেল্লা ফিরবে কেশে। জেনে নিন তার সঠিক ব্যবহার বিধি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১
Share:

হেঁশেলের মশলার গুণেই ঝলমলে হবে চুল। কী সেই জিনিস? ছবি: সংগৃহীত।

জবা, কালোজিরে, মেথি, পেঁয়াজ— ঘরোয়া উপকরণের গুণ যত প্রকাশ পাচ্ছে, ততই রূপচর্চাতেও কদর বাড়ছে প্রাকৃতিক উপাদানের। প্রসাধনীর বাজারে উঁকি দিলেই দেখতে পাবেন, পেঁয়াজ তেল বিক্রি হচ্ছে। চুলে মাখার তেলে মেথি ব্যবহার হয়েছে বলে প্রচারও করছে কোনও সংস্থা।

Advertisement

তবে বাজারচলতি জিনিসে প্রাকৃতিক উপাদানের ব্যবহার কী ভাবে হচ্ছে, তা নিয়ে সংশয় থাকলে বেছে নিতে পারেন হাতের কাছে থাকা জিনিসই।

বদহজম, গ্যাস, অম্বল হলে জোয়ান চিবিয়ে নেওয়ার রেওয়াজ বহু দিনের। হজমিকারক জোয়ানের গুণও অনেক। তা দিয়েও কিন্তু চুলের যত্ন নেওয়া যায়। শ্যাম্পু, কন্ডিশনার মেখেও যদি চুল ঝরা, রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা না কমে, তা হলে বেছে নিতে পারেন জোয়ানের মাস্ক।

Advertisement

কেন চুলের জন্য ভাল জোয়ান?

হেঁশেলে জোয়ানের ব্যবহার মশলা হিসাবেই। তবে হজমিকারক হিসাবেই এটিকে সকলে চেনেন। ২০১৪ সালে ‘জার্নাল অফ ন্যাচারাল রেমিডিস’-এ প্রকাশিত জোয়ানের গুণাগুণে বলা হয়েছে, চুল পড়া রোধ করতে পারে এতে থাকা উপাদান। জোয়ানে রয়েছে প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, সি, কে। শুধু তা-ই নয়, জোয়ানে মেলে থাইমল, তারপিনিনের মতো এসেনশিয়াল অয়েল।

১. চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখার জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিড্যান্টের সবটাই রয়েছে জোয়ানে। চুলের যত্নে মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখা খুব জরুরি। সেই কাজটি করতে পারে হেঁশেলের এই সাধারণ উপকরণ।

২. জোয়ানে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। এটি অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। ফলে মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ, খুশকি দূর করতেও সাহায্য করবে এই উপাদান।

৩. জোয়ানে থাকা ভিটামিন, খনিজ চুলের গোড়া শক্ত করে চুল ঝরা রুখতে সাহায্য করে। চুল পড়া বন্ধ হলে স্বাভাবিক ভাবেই তার বাড়বৃদ্ধিও ভাল হবে। রুক্ষ চুলের সমস্যা, ডগা ফাটা ইত্যাদিরও সমাধান করতে পারে মশলাটি।

কী ভাবে ব্যবহার করবেন?

জোয়ান তেল: তেল মালিশে চুল ভাল থাকে, এই বিষয়ে প্রায় সকলেই একমত। অভিনেত্রী থেকে ত্বকের চিকিৎসকদের অনেকেই সঠিক পদ্ধতিতে তেল মাখতে বলেন। জোয়ানের গুণ যদি তেলে যোগ করা যায়, স্বাভাবিক ভাবেই বাড়তি পুষ্টি পাবে চুল। এ জন্য একটি গরম জলের পাত্রের উপর আর একটি পাত্র বসিয়ে তাতে নারকেল বা অলিভ অয়েল দিন। আধ কাপ তেলের জন্য ২ টেবিল চামচ জোয়ান লাগবে। গরম তেলে জোয়ান দিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।

তার পর সেটি চুলের গোড়ায় দিয়ে হালকা হাতে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

চুলের প্যাক

২ টেবিল চামচ জোয়ান এবং ২ টেবিল চামচ মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পর দিন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মাথার ত্বক থেকে চুলে ভাল করে মেখে নিন। আধ ঘণ্টা চুলে রেখে ভাল করে ধুয়ে ফেললেই চুল হবে সুন্দর। রুক্ষ চুলের সমস্যা থাকলে এই প্যাকে নারকেল তেল বা অলিভ অয়েল যোগ করতে পারেন।

চুল ধুয়ে নিন

২ কাপ জলে ১ টেবিল চামচ জোয়ান দিয়ে ফুটিয়ে জল ঠান্ডা করে নিন। শ্যাম্পু করা চুল তোয়ালে দিয়ে মোছার পর জোয়ানের জল দিয়ে ধুয়ে নিন। হালকা হাতে মালিশ করুন। এটা আর ধোয়ার দরকার নেই। জোয়ান জল ব্যবহারে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement