Debina Bonnerjee

স্বচ্ছ পোশাকে মাতৃত্বকালীন ফোটোশুট! অভিনেত্রী দেবিনার সে সব ছবির ঝলক দেখুন

সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে অন্তঃসত্ত্বাকালীন খুঁটিনাটি নিয়মিত ভাগ করে নিচ্ছেন দেবিনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ঝলক দেখালেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৪:২৫
Share:

দ্বিতীয় বার মা হওয়ার অভিজ্ঞতা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ছবি: দেবিনার ইনস্টাগ্রাম

অনুষ্কা শর্মা, করিনা কপূর, সোনম কপূর, আলিয়া ভট্ট হয়ে বিপাশা বসু— যত দিন যাচ্ছে, তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অন্তঃসত্ত্বাকালীন স্ফীতোদরের ছবি পোস্ট করার ‘রেওয়াজ’ চলছে সমাজমাধ্যমে। দিন, মাস যত এগোচ্ছে, শরীরে যত পরিবর্তন হচ্ছে, ততই বেড়েছে ছবির সংখ্যা। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ খোলামেলা সাজেই ক্যামেরাবন্দি হচ্ছেন অভিনেত্রীরা। এ বার সেই তালিকায় যোগ দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দ্বিতীয় বার মা হওয়ার অভিজ্ঞতা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমের পাতায় ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নিচ্ছেন অন্তঃসত্ত্বাকালীন খুঁটিনাটি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ঝলক দেখালেন অভিনেত্রী।

ঝকমকে পোশাকে নজর কেড়েছেন দেবিনা। পরনে স্বচ্ছ লং গাউন। গাউনের গা জুড়ে চুমকির নকশা। চোখ-মুখে স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা! ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘‘জীবনে অলৌকিক ঘটনাও ঘটে, তুমি আমাকে তা বিশ্বাস করতে শিখিয়েছ।’’

Advertisement

দেবিনার প্রথম সন্তান হয় আইভিএফ পদ্ধতির মাধ্যমে। শারীরিক নানা জটিলতার কারণে সন্তানধারণের আশা প্রায়ই ছেড়েই দিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রথম সন্তানের জন্মের চার মাসের মাথায় স্বাভাবিক পদ্ধতিতেই সন্তানধারণ করেছেন অভিনেত্রী। তাই তার পরিবারের নতুন সদস্যটি সব সময়েই তাঁর কাছে ভীষণ ‘স্পেশাল’— এ কথা বারবারই বলতে শোনা যায় অভিনেত্রীকে।

কিন্তু কেন হঠাৎ এ ভাবে ছবি পোস্ট করছেন প্রভাবীরা? শুধুই কি খবরে থাকার জন্য, না কি নেপথ্যে রয়েছে লাভের অঙ্ক? প্রশ্ন তুলছেন নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement