নাক টিকালো দেখাতে জেনে নিন মেকআপের কিছু টিপ্স। ছবি: ফ্রিপিক।
মুখের গড়ন গোল ও গালে ফোলা ভাব আছে বলে মেকআপ করতে স্বচ্ছন্দ্য নন? শত কায়দা করেও গালের ফোলা ভাব কমানো যায় না? আর নাক যদি টিকালো না হয়, তা হলে মেকআপে তাকে সুন্দর দেখাতে ঝক্কি কম হয় না। ধরুন, জমকালো পার্টিতে যাবেন। আপনি চাইছেন আপনার চোখ-নাক যেন বেশ টানা টানা দেখায়। এ দিকে চাপা নাক নিয়ে আপনি নাজেহাল। চিন্তা নেই, সঠিক মেকআপেই আপনার ইচ্ছাপূরণ হয়ে যাবে। শিখে নিন কী ভাবে নাকের নিখুঁত মেকআপ করবেন।
নাকের মেকআপের টিপস
নাকের নিখুঁত মেকআপের জন্য কনট্যুরিং খুব গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজন আপনার ত্বকের রঙের চেয়ে এক শেড গাঢ় ফাউন্ডেশন ও হাইলাইটার। তার আগে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন নাকে। ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, প্রাইমার লাগিয়ে নিলে মেকআপে সুবিধা হবে।
এর পর লাগান ফাউন্ডেশন। তবে ফাউন্ডেশন অল্প করে ব্যবহার করবেন না হলে ত্বকের দু’রকম রং দেখতে ভাল লাগবে না। যদি নাকের সামনের দিকটা গোলাকার হয়, তা হলে কন্ট্যুরিং করার সময় নাকের দু’পাশে ভ্রূ যেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে ব্রাউন লিপ বর্ডার দিয়ে কন্ট্যুর লাইন শুরু করে নাকের মাথা পর্যন্ত দাগ টেনে নিন।
তার পর নাকের মাথার দু’পাশে ফার্স্ট ব্র্যাকেটের মতো দু’টো দাগ দিন। এই দাগের জায়গা বাদ দিয়ে ফাউন্ডেশন লাগালে ভাল লাগবে। তার পর কন্ট্যুরিং মেকআপ ব্রাশ দিয়ে ফাউন্ডেশনের রং মিলিয়ে দিতে হবে।
এর পর দরকার হাইলাইটারের। নাকের দু’পাশের লাইনের মাঝের অংশে বা নাকের মাঝ বরাবর পাতলা মেকআপ ব্রাশ দিয়ে হাইলাইটিং পাউডার লাগিয়ে নিতে হবে। এতে কনসিলারের দু’রকম রঙের তফাৎ নজরে আসবে। নাক টিকোলো দেখাতে শুরু করবে।