দীর্ঘ দিনের পুরনো কালো ছোপ উঠছে না? প্রাকৃতিক দু’টি উপাদানেই এমন সমস্যার সমাধান হতে পারে। ছবি: সংগৃহীত।
মুখের শ্রী নষ্ট হয়েছে কালো ছোপে? এমন সমস্যা নতুন নয়। গালে, কপালে অনেকেরই মেচেতার মতো ছোপ ছোপ দাগ থাকে। ত্বকের রং বদলে যাওয়ার পোশাকি নামই হল পিগমেন্টেশন। মেচেতার কারণ হল ত্বকে মেলানিন রঞ্জকের আধিক্য। সূর্যের অতিবেগনি রশ্মি মেলানিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তখন ত্বকে কালচে দাগছোপ হয়। এ ছাড়াও নানা কারণ থাকতে পারে। চট করে এমন দাগ কিন্তু মুখ থেকে উঠতে চায় না। তবে ঘরোয়া দু’টি উপকরণে দীর্ঘ দিনের কালচে ছোপ উঠতে পারে বলছেন মানসী গুলাটি। সমাজমাধ্যমে ‘ফেসিয়াল যোগ’-র প্রশিক্ষক বলে পরিচিত তিনি। মাঝেমধ্যেই প্রাকৃতিক উপকরণে ত্বকের যত্ন নেওয়ার পন্থা বাতলান। মানসী এ জন্য বেছে নিতে বলছেন দারচিনি এবং মধু।
দারচিনি: দারচিনিতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং প্রদাহনাশক উপাদান। রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে, ব্রণ দূর করতে এবং একইসঙ্গে ত্বকের বর্ণ উজ্জ্বল করতে পারে দারচিনি। এতে থাকা উপাদান মেলানিন সংশ্লেষে বাধা দেয়। ফলে, পিগমেন্টশনের মতো সমস্যা দূর করতে তা সহায়ক বলে অনেকে মনে করেন।
মধু: প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে মধু। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, বর্ণ উজ্জ্বল করতে বিশেষ সহায়ক মধু। ত্বকের যত্নে দীর্ঘ দিন ধরে মধু ব্যবহার হয়ে আসছে। নানা রকম ভিটামিন এবং খনিজ রয়েছে এতে।
কী ভাবে ব্যবহার করবেন?
মধুর মধ্যে ভিজিয়ে রাখতে হবে দারচিনি। এটি গাছের বাকল। অন্তত ঘণ্টা তিনেক সেটি রাখতে হবে। তা হলেই দারচিনির নির্যাস মধুতে মিশে যাবে। সেই মধু পরিষ্কার মুখে ক্রিমের মতো লাগিয়ে নিন। হালকা হাতে মালিশ করুন।
জলে দারচিনি ফুটিয়ে একটু ঠান্ডা করে ছেঁকে নিন। যোগ করুন মধু। ঈষদুষ্ণ অবস্থায় জল খান। শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বার করতে সাহায্য করে এই পানীয়। মুখে মাখার পাশাপাশি এই পানীয় খেলেও ত্বক উজ্জ্বল হবে। শরীর ভাল থাকবে।
তবে যে কোনও উপাদান মুখে মাখার আগে প্যাচ টেস্ট জরুরি। ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। জ্বালা, চুলকানি না হলে সেটি মাখতে পারেন।
প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। পিগমেনটেশন কমানোর জন্য প্রাকৃতিক উপায় পরখ করে দেখতে পারেন। তবে তাতে না কমলে ত্বকের রোগের চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।