প্রজক্তা কোলীর রূপের রহস্য। ছবি: সংগৃহীত।
শ্যামলা, উজ্জ্বল ত্বক, জেল্লার ছড়াছ়ড়ি! কী রহস্য এমন রূপের? বার বার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ‘মিসম্যাচড’ তারকা প্রজক্তা কোলীকে। ট্রিটমেন্ট অথবা প্রসাধনীর নয়, কৃতিত্ব নাকি ভারতীয় হেঁশেলের। ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকচর্চার সামগ্রী বানিয়ে রূপের যত্নআত্তি করতে পছন্দ করেন প্রাক্তন ইউটিউবার। তার ফলেই প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে পেরেছে তাঁর ত্বক। প্রজক্তা এক সময়ে নিজের ত্বকচর্চার ছোট্ট ঝলক প্রকাশ করেছিলেন অনুরাগীদের জন্য। জানা যায়, রান্নাঘরের চারটি উপকরণ দিয়ে তিনি বিশেষ একটি স্ক্রাব বানিয়ে মুখে মাখেন। নায়িকার টোটকা অনুসরণ করতে পারেন আপনিও। সাশ্রয়ী এবং উপকারী এই কৌশল কার্যকরী বলেই দাবি অভিনেত্রীর।
প্রজক্তার মতো স্ক্রাব বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন?
নায়িকার কথায়, ‘‘আমি নিজের ত্বকে জাদুকরি ফল পাই বিশেষ একটি স্ক্রাবে। যা বানাতে আমার লাগে বেসন, হলুদ, দই এবং মধু। চারটি মিশিয়ে পেস্ট করে মুখে মেখে নিই। চাইলে বেসনের বদলে কেউ কেউ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার ত্বকে চমকপ্রদ ফল দেয়। সারা জীবনে যতগুলি স্ক্রাব ব্যবহার করেছি, তার মধ্যে এটি সেরা।’’
এই চার উপকরণের উপকারিতা কী?
বেসন: প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ বেসনে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা ত্বকের জন্য ভাল। ব্রণ নিরাময়ে, রোদেপোড়া দাগ দূর করতে এবং মৃত ত্বক অপসারণ করতে সাহায্য করে বেসন।
হলুদ: হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যাতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহনাশী বৈশিষ্ট্য। এটি ত্বকের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ব্রণ, কালো ছোপ, ম্লান ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে হলুদ। এটি ত্বকের বার্ধক্য রোধেও কাজ করতে পারে।
দই: শুষ্ক ত্বকে আর্দ্রতা আনা, ম্লান ভাব দূর করে জেল্লা ফিরিয়ে আনা, অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করা, ত্বককে টানটান করা, বার্ধক্যের লক্ষণ কমানো এবং ব্রণের সঙ্গে মোকাবিলা করার জন্য দইয়ের জুড়ি মেলা ভার।
মধু: মধুতে রয়েছে ত্বককে ময়েশ্চারাইজ় করার ক্ষমতা। পাশাপাশি, অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং প্রদাহনাশী বৈশিষ্ট্যের সুবাদে শুষ্কতা দূর করা, ব্রণ নিরাময় করা, জ্বালাপোড়া কমানোর কাজেও আসে মধু।