PV Sindhu’s wedding

র‌্যাকেট, ফেদার, প্রেম, পদক! সিন্ধুর বিয়েতে সাক্ষী সব, জীবনের গল্পে পোশাক সাজালেন মাসাবা

গত মাসে রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল ‘প্রাইভেট আইল্যান্ড’-এ ছোটবেলার বন্ধু বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করেছেন ব্যাডমিন্টন তারকা। অনুষ্ঠানের নানা ছবি সমাজমাধ্যমে পোস্ট করছেন সিন্ধু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৯
Share:

পোশাকশিল্পী মাসাবা গুপ্তের তৈরি পোশাকে পিভি সিন্ধু। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের দিন মেহন্দি, কলিরে, মাথার ভেল কিংবা আংটিতে নানা রকম সাঙ্কেতিক চিহ্ন এঁকে বা ‘চার্ম’ ঝুলিয়ে প্রেমের উদ্‌যাপন করতে অভ্যস্ত বলিউড। এ বার সেই পথেই পা রাখলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

Advertisement

গত মাসে রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল ‘প্রাইভেট আইল্যান্ড’-এ ছোটবেলার বন্ধু বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করেছেন ব্যাডমিন্টন তারকা। অনুষ্ঠানের নানা ছবি সমাজমাধ্যমে পোস্ট করছেন সিন্ধু। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সমুদ্র-সফেন হালকা সবুজরঙা টিস্যু লেহঙ্গায়। লম্বাহাতা, স্বচ্ছ কুর্তা-ব্লাউজের ভিতর ছিল মানানসই ‘বাস্টিয়ার’। বিয়েরই কোনও এক অনুষ্ঠানের জন্য পোশাকশিল্পী মাসাবা গুপ্তের ‘অম্বর বাগ’ কালেকশন থেকে এই পোশাকটি বেছে নিয়েছিলেন তিনি।

ছবি: মাসাবা গুপ্তের ইনস্টাগ্রাম থেকে।

লেহঙ্গার সোনালি রঙের চওড়া পাড়ের উপর জরি, চুমকি দিয়ে গাছের মোটিফ করা হয়েছে। পোশাকে বিশেষ অভিনবত্ব না থাকলেও সিন্ধুর অনুরাগীদের নজর কেড়েছে লেহঙ্গার উপর কাঁধ থেকে ঝুলিয়ে রাখা ওড়নাটি। মানানসই ওড়নার চার ধারে রয়েছে সোনালি বর্ডার। তারই এক প্রান্তে ঝুলছে সোনালি রঙের ব্যাডমিন্টন র‍্যাকেট, শাট্‌ল কক, মেডেল, উড়োজাহাজের প্রতিরূপ।

Advertisement

ছবি: মাসাবা গুপ্তের ইনস্টাগ্রাম থেকে।

বলে রাখা ভাল, বেঙ্কট এবং সিন্ধুর প্রেমপর্ব শুরু হয়েছিল মাঝ আকাশেই। র‌্যাকেট, শাট্‌ল কক ছাড়া সিন্ধুর জীবন অসম্পূর্ণ। তাই জীবনের নতুন এক অধ্যায় শুরুর সময়ে এগুলিকেও সঙ্গী করে নিয়েছিলেন তিনি। ২০১৬ সালে রিও ডি জেনেইরো অলিম্পিক্সে রুপো এবং ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই ব্যাডমিন্টন তারকা। সেই পদকের প্রতিরূপও সাজিয়ে দেওয়া হয়েছিল লম্বা বেণির সঙ্গে ঝুলন্ত সোনালি ‘পরান্দা’য়।

ছবি: মাসাবা গুপ্তের ইনস্টাগ্রাম থেকে।

ডান হাতের তিন আঙুল জুড়ে থাকা বিশেষ ‘ককটেল’ অঙ্গুরীয়টিও ছিল চোখে পড়ার মতো। ২০২০ এবং ২০১৬ সালের প্রাপ্ত পদকের প্রতিরূপের মাঝে হাতের তালুর চিহ্ন এঁকে সিন্ধুর জন্য মাসাবা তৈরি করেছেন বিশেষ ওই গয়নাটি।

বেঙ্কটের জন্য মাসাবা রেখেছিলেন দক্ষিণী ঐতিহ্যমণ্ডিত সরু সোনালি পাড়ের ঘিয়েরঙা ভেস্টি এবং সোনালি গোটাপত্তির কাজ করা হালকা সবুজরঙা কুর্তা। সিন্ধু এবং বেঙ্কটের জীবনকাহিনির কথা মাথায় রেখে, পোশাকের সঙ্গে রং মিলিয়ে পোশাকশিল্পী মাসাবা তৈরি করেছিলেন বিশেষ এই লুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement