Pre-Diwali Skincare

এক সপ্তাহের মধ্যে জেল্লাহীন ত্বকে আনুন ঔজ্জ্বল্য, রূপচর্চার সাদামাঠা রুটিনেই কালীপুজোয় নজর কাড়ুন

কালীপুজোর আগে জেল্লা হারানো ত্বকে দীপ্তি ফিরিয়ে আনতে খুব সহজেই রূপচর্চার রুটিন মেনে চলতে পারেন। প্রাকৃতিক আভা আনতে তাই একটি রুটিন বানিয়ে ফেলুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৩১
Share:

দীপাবলির আগে ত্বকের যত্ন। ছবি: সংগৃহীত।

দীপাবলির আগে হাতে রয়েছে সপ্তাহখানেক সময়। জেল্লা হারানো ত্বকে দীপ্তি ফিরিয়ে আনতে খুব সহজেই রূপচর্চার রুটিন মেনে চলতে পারেন। কালীপুজোর সাজে তাই মেকআপ নিয়ে বেশি ভাবনাচিন্তার প্রয়োজন পড়বে না। প্রাকৃতিক আভা আনতে তাই একটি রুটিন বানিয়ে ফেলুন। আলো ও ধোঁয়ার মাঝে রাত জেগে আনন্দের পরেও ক্লান্ত দেখাবে না চেহারা উৎসবের শেষেও ত্বক থাকবে প্রাণবন্ত ও উজ্জ্বল।

Advertisement

ধাপে ধাপে শিখে নিন রূপচর্চা

· ২–৩ দিন আগে একটি হালকা ক্লিনআপ ও ডিটক্স প্রয়োজন। উৎসবের কয়েক দিন আগেই ত্বকের মৃত কোষ ও মুখে জমে থাকা ধুলো-ময়লা সরিয়ে ফেলা জরুরি। তার জন্য ক্লিনআপ করিয়ে নিতে পারেন সালোঁয় গিয়ে। তবে বাড়িতে কিছু নিয়ম মেনে চলুন।

Advertisement

· ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করুন রোজ। তেলচিটে ত্বক হলে স্ক্রাব ব্যবহার করুন। এ ভাবেই ত্বক পরিষ্কার রাখা দরকার রোজ।

· ময়েশ্চারাইজ়ার ব্যবহার অত্যাবশ্যক। আবহাওয়ার বদলের এই সময়ে সারা ক্ষণ আর্দ্র রাখা উচিত মুখ।

· ময়েশ্চারাইজ়ারে এসপিএফ থাকলে ভাল। নয়তো সানস্ক্রিন মাখাও অপরিহার্য। রোজ বাড়ির বাইরে বেরোনোর আগে এই ধাপ মেনে চলুন।

· ত্বকে জেল্লা আনতে এক্সফোলিয়েশন খুব জরুরি। সপ্তাহে দু’বার মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করুন।

· ত্বকের পিএইচ ভারসাম্য ফিরিয়ে আনার জন্য টোনার খুব দরকার। সিরাম মাখার জন্য ত্বকের প্রস্তুতি শুরু হয় এই ধাপেই। গ্রিন টি, নায়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি টোনার ত্বকে অ্যান্টি-অক্সিড্যান্টের ঘাটতি মেটাবে।

· নায়াসিনামাইড, ভিটামিন সি-এর সিরাম ত্বকে জেল্লা আনতে সাহায্য করবে। হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া সিরাম ত্বকে জলশূন্যতার সমস্যা মেটাবে। রোজ সিরাম মাখলে ত্বকের স্বাস্থ্য উন্নত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement