‘সোপ নেল’ কী, বাড়িতে কী ভাবে করবেন? ছবি: সংগৃহীত।
নখসজ্জার নতুন ধারা চলছে এখন। বিয়েবাড়ি থেকে পুজোপার্বণ— সাজের তালিকায় নখসজ্জা আলাদা জায়গা করে নিয়েছে। একটা সময়ে শুধু লাল, গোলাপি বা খয়েরি নেলপলিশেই নখ সাজাতেন এ দেশের মহিলারা। তার পর গড়পড়তা রংগুলিকে বাদ দিয়ে আরও নানা রঙের নেলপলিশ আসতে শুরু করে বাজারে। সাদা রঙের নেলপলিশ এক সময়ে কলেজ পড়ুয়াদের ‘ট্রেন্ড’ ছিল। এরও পরে কৃত্রিম নখসজ্জার চল শুরু হয়। আসল নখের উপর নকল নখ সেঁটে তার উপরেও নানা কারুকাজ করা হয়। হালফিলে নেল স্টাড, নেল ক্রাউন অথবা নেল পিয়ার্সিং পছন্দ করছেন অনেকেই। তবে ইদানীং কালে আরও একটি নতুন ধারা শুরু হয়েছে, যার নাম ‘সোপ নেল’। বলিউড থেকে হলিউড, তারকা থেকে কর্মরতা মহিলা, সোপ নেলের সৌন্দর্যে মাত হচ্ছেন অনেকেই।
সোপ নেল কী?
স্বচ্ছ মোমের মতো নখ। সাদা অথবা ঘিয়ে রং বা হালকা গোলাপি রঙের নেলপলিশ পরা যেতে পারে। দেখলে মনে হবে নখের উপর কয়েক পরত মোম বসিয়ে দেওয়া হয়েছে। তা দেখতে লাগবে স্বচ্ছ, চকচকে, পরিষ্কার। নখের চারপাশের ত্বকও জেল্লাদার হতে হবে, যাতে পুরো ব্যাপারটা দেখতে খুব পরিষ্কার-পরিচ্ছন্ন লাগে।
বলিউডের কৃতি শ্যানন, আলিয়া ভট্ট থেকে হলিউডের সেলেনা গোমেজ়, কাইলি জ়েনারের মতো তারকা ‘সোপ নেল’ পছন্দ করছেন। এই ধরনের নখসজ্জায় সুন্দর করে নখের উপরটা গোল করে কেটে নিতে হবে। তার পরে স্বচ্ছ, হালকা রঙের নেলপলিশ পরে তার উপর কয়েক পরত জেল লাগাতে হবে। নেলপলিশের রং সাদা, হালকা গোলাপি বা ‘ন্যুড’ হলেই বেশি ভাল হয়। অনেক ক্ষেত্রে কোনও রকম নেলপলিশ ছাড়াই কেবল জেল দিয়েই ‘সোপ নেল’ করা যেতে পারে। তাতে নখ আগে ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নখে ময়লা জমে থাকলে দেখতে ভাল লাগবে না। নখের চারপাশের ত্বকও স্ক্রাব করা দরকার। কোনও রকম কালচে দাগ থাকলে, নখ চকচকে দেখাবে না।
সোপ নেল। ছবি: সংগৃহীত।
স্বচ্ছ নখ পেতে জরুরি পরিচর্যা
‘সোপ নেল’ পেতে চাইলেই কিন্তু হবে না। তার জন্য আগে থেকে নখের পরিচর্যা করতে হবে। যাঁরা সালোঁয় গিয়ে ম্যানিকিয়োর করান, তাঁদের নখ পরিচ্ছন্নই থাকবে। আর যাঁরা বাড়িতে করতে চাইছেন, তাঁদের কয়েক ধাপে নখের পরিচর্যা সেরে নিতে হবে।
১) লেবুর রস ও বেসনের মিশ্রণ তৈরি করুন একটি পাত্রে। এ বার সেই মিশ্রণ নখের উপর বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নখ সুন্দর থাকবে।
সোপ নেল পছন্দ করছেন অনেকেই। ছবি: সংগৃহীত।
২) নেলপলিশ যাঁরা নিয়মিত পরেন, তাঁদের নখে ছোপ পড়ে যায়। সে ক্ষেত্রে পুরনো টুথব্রাশে সামান্য পেস্ট নিয়ে নখে ভাল করে ঘষে নিন। কিছু ক্ষণ লাগিয়ে রেখে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। রাতে শোয়ার আগে নিয়ম করে নখ ও চারপাশের ত্বকে ময়েশ্চারাইজ়ার মাখতে হবে।
৩) ঈষদুষ্ণ জলে একটু বেকিং সোডা মিশিয়ে নখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলে ক্রিম লাগিয়ে নিন। দেখবেন, নখ ঝকঝক করছে।
৪) স্নানের সময়ে নিয়মিত নখে অলিভ অয়েল লাগালেও নখ পরিষ্কার এবং চকচকে থাকবে।