Honey Hair Mask

মধুর সঙ্গে মিশিয়ে নিন এই তিন তেল, রুক্ষ চুলের জেল্লা ফিরবে খুব তাড়াতাড়ি

চুলের সঠিক যত্ন না নিলে, অল্প দিনেই চুল নিষ্প্রাণ হয়ে পড়বে। জেল্লাও হারাবে। অনেকেই ভাবেন, চুলের জেল্লা ফেরাতে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হবে। তা নয়, ঘরের সামান্য উপকরণেই চুল নরম ও মসৃণ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭
Share:

মধুর সঙ্গে কোন কোন তেল মিশিয়ে মাথায় মাখলে চুল পড়া বন্ধ হবে? ছবি: ফ্রিপিক।

রোজ বাইরে বেরোতে হয় যাঁদের, তাঁরা বিলক্ষণ জানেন চুল কতটা রুক্ষ হয়ে পড়ে। বাইরের ধুলো-ধোঁয়া, দূষিত কণায় চুলের বারোটা বেজে যাচ্ছে। চুল আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল ওঠে। এর উপর খুশকির সমস্যা তো আছেই। চুলের সঠিক যত্ন না নিলে, অল্প দিনেই চুল নিষ্প্রাণ হয়ে পড়বে। জেল্লাও হারাবে। অনেকেই ভাবেন, চুলের জেল্লা ফেরাতে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হবে। তা নয়, ঘরের সামান্য উপকরণেই চুল নরম ও মসৃণ হবে। মধুর সঙ্গে কেবল মিশিয়ে নিন দু’রকম তেল।

Advertisement

মধুর সঙ্গে নারকেল তেল

২ চামচ মধুর সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর উষ্ণ জলে চুল ধুয়ে নিন। মধুতে থাকে ভিটামিন বি, সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের জন্য ভাল। চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে।

Advertisement

মধুর সঙ্গে আমন্ড অয়েল

২ চামচ মধুর সঙ্গে ৩ চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই তেল সপ্তাহে দুই থেকে তিন তেল মাথার তালু ও চুলে মালিশ করলে, চুলের গোড়া মজবুত হবে। চুল পড়াও বন্ধ হবে। রুক্ষ চুল অল্পদিনেই জেল্লাদার হয়ে উঠবে।

মধুর সঙ্গে ক্যাস্টর অয়েল

২ চামচ মধুর সঙ্গে ১ চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট রেখে উষ্ণ জলে চুল ধুয়ে ফেলুন। চুলের যাবতীয় সমস্যা দূর করতে পারে ক্যাস্টর অয়েল। নারকেল কিংবা অলিভ অয়েলের তুলনায় এই তেলের ঘনত্ব বেশি। তাই অনেকে ক্যাস্টর অয়েল মাখতে চান না। কিন্তু এই তেলে ভিটামিন ই বেশি পরিমাণে থাকে। পাশাপাশি এই তেলের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ মাথার ত্বকের জন্যও ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement