মুখের হাজার খুঁত ঢেকে যায় নিখুঁত মেকআপে। রূপটান যে কত বড় শিল্প হতে পারে, বার বার তার প্রমাণ দিয়েছে রূপটানশিল্পীরা। মুখের আকার, নাক, চোখ সবটাই যে সকলের নিখুঁত হবে এমনটা নয়। তবে তা নিখুঁত করে তোলা যায় মেকআপের পদ্ধতিতে, দক্ষ হাতের কাজে।
চোখের মেকআপ করার আগে জানা দরকার রূপটানের পরিভাষায় কোন অংশ কী নামে পরিচিত? গ্রাফিক: আনন্দবাজার ডট কম
শীতকাল মানেই বিয়েবাড়ি, পার্টি। এই সময় একটু জমকালো সাজগোজ না হলে চলে। কিন্তু সাজার সময় বার বার মনে হয়, চোখটা যদি আরও একটু টানা হত! চোখের আকার বদলে দেওয়া যাবে না বটে। তবে মেকআপের কৌশলে তা বড় দেখাতে পারে অবশ্যই। রূপটান শিল্পীরা বলছেন, ছোট চোখ খানিক বড় দেখানোর তিনটি শর্ত, টানা এবং সুন্দর আঁখি পল্লব, কৌশল করে পরা আইলাইনার এবং আইশ্যাডোর সঠিক ব্যবহার।
ভ্রূ: চোখের মেকআপের সঙ্গে সম্পর্কিত ভ্রূ এবং আঁখি পল্লব। ভ্রূ সঠিক ভাবে প্লাক করা বা সুন্দর আকার থাকলে, চোখও দেখায় সুন্দর। চোখের মেকআপ করা সহজ হয়। চোখ বড় দেখাতে হলে ভ্রূ সুন্দর করে প্লাক করা দরকার।
কনসিলার: চোখের নীচে বা উপরে কালি থাকলে বা কালো ভাব থাকলে দেখতে ভাল লাগে না। চোখ আরও ছোট, বসে যাওয়া মনে হয়। প্রথমেই কনসিলার দিয়ে চোখের উপর এবং নীচের অংশটি ঢেকে দিন।
আইশ্যাডো: শিমারি এবং হালকা আইশ্যাডো চোখের মেকআপে বাড়তি নাটকীয়তা আনতে পারে। তবে কালচে বা গাঢ় বাদামির বদলে ন্যুড শেডের আইশ্যাডোর ব্যবহার ছোট চোখ বড় দেখাতে সাহায্য করে।
হালকা রং: চোখের উপরের পাতার মাঝের অংশে হালকা, শিমারি বা উজ্জ্বল রঙের আইশ্যাডো ব্যবহার করুন। আলো প্রতিফলিত হওয়ায় চোখ বড় দেখাবে।
চোখের ভেতরের কোণ হাইলাইট : চোখের ভেতরের কোণে (ইনার কর্নার) হালকা বা শিমারি হাইলাইটার লাগান। এটি চোখকে বড় দেখাতে সাহায্য করে।
ক্রিজ ডিফাইন: চাইলে হালকা ব্রাউন রঙের আইশ্যাডো ব্যবহার করে চোখের ক্রিজ এরিয়া (ভাঁজ) ভালোভাবে গাঢ় করে নিন। এতে চোখে গভীরতা তৈরি হয় এবং চোখ বড় লাগে।
আঁখিপল্লব: আঁখিপল্লব উপরের দিকে বাঁকিয়ে নিলেও চোখ বড় দেখায়। ছোট চোখের মেকআপে এটি জরুরি ধাপ। ব্যবহার করতে পারেন আইল্যাশ কার্লার। না থাকলে মাস্কারা ব্রাশ দিয়ে কাজটি করতে হবে। ভাল করে চোখের উপরের পাতায় মাস্কারা লাগিয়ে সেটি উপরের দিকে বেঁকিয়ে নিন বা কার্ল করুন।
আইলাইনারের রং: চোখের উপরের পাতায় আইলাইনার লাগাতে হবে। উইংড আইলাইনার বা ল্যাশলাইন থেকে সামান্য বাইরে টেনে আইলাইনার লাগালে চোখ লম্বাটে ও বড় দেখাবে। তবে গাঢ় কালো নয়, কোনও কোনও রূপটানশিল্পী এ ক্ষেত্রে বাদামী, খয়েরি রঙের আইলাইনার বেছে নিতে বলছেন। চোখের নীচের পাতায় আইলাইনার ব্যবহার না করাই ভালো, কারণ এতে চোখ ছোট লাগতে পারে।
কাজলের রং: চোখের ওয়াটারলাইন অর্থাৎ চোখের নীচের দিকে যে অংশে কাজল ব্যবহার হয় তার ভিতরের দিকটিতে কালো কাজলের পরিবর্তে ন্যুড রঙের কাজল ব্যবহার করুন। এতে চোখ একটু বড় ও খোলা মনে হবে।