Derma Roller

ডার্মা রোলার থেরাপিতে কি সত্যিই টাকে চুল গজায়? কী ভাবে ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যাবে?

টাকে চুল গজাতে নানা রকম ওষুধ, জেল, ক্রিমের ব্যবহার করে যাঁরা ক্লান্ত, তাঁরা ডার্মা রোলার ব্যবহার করে দেখতে পারেন। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে টাকেও নতুন চুল গজাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৯
Share:

ডার্মা রোলার কী, কী ভাবে ব্যবহার করলে চুল গজাবে? ফাইল চিত্র।

মেঘবরণ চুল না থাক, তা বলে এক মাথা ঘন চুল তো আশা করাই যায়! কিন্তু মাথার মাঝে এ দিক সে দিক ফাঁকা অংশ কিন্তু মোটেও মানানসই নয়। আবার চুল কমতে কমতে এক এক জায়গা কেশশূন্য হয়ে যাওয়াও কাঙ্ক্ষিত নয়। মাথাজোড়া টাক নিয়ে দুঃখ অনেকেরই। ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করানোর ঝক্কি অনেক। খরচও বেশি। সে পদ্ধতি সকলের জন্য নিরাপদ কি না, তা নিয়ে চিন্তাও থাকে। টাকে চুল গজাতে নানা রকম ওষুধ, জেল, ক্রিমের ব্যবহার করে যাঁরা ক্লান্ত, তাঁরা ডার্মা রোলার ব্যবহার করে দেখতে পারেন। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে টাকেও নতুন চুল গজাবে। যাঁদের চুল পাতলা হয়ে এসেছে, তাঁদের চুলের ঘনত্ব বাড়বে।

Advertisement

ডার্মা রোলার কী ভাবে ব্যবহার করা হয়?

ডার্মা রোলার ট্রিটমেন্ট অনেকটা আকুপাংচারের মতো। সুতোর মতো সরু সুচ ধীরে ধীরে মাথার ত্বকের চারপাশে ঘোরানো হয়। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়াগুলি উজ্জীবিত হয়ে ওঠে। কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়ে, যা চুলের পুষ্টি ও বৃদ্ধির সহায়ক। ডার্মা রোলারের আসল কাজ হল সূক্ষ্ম সুচের সাহায্যে হেয়ার ফলিকলগুলিকে সক্রিয় করে তোলা, যাতে সেখানে কেরাটিনের উৎপাদন বাড়ে ও নতুন চুল গজায়।

Advertisement

ডার্মা রোলারে দু’ধরনের সুচ থাকে— মাইক্রোনিডল ও ন্যানোনিডল। সুচের মাপ ০.৫ মিলিমিটার থেকে ২ মিলিমিটার অবধি হয়। শুরুতে ০.৫ মিলিমিটারের সুচের রোলার ব্যবহার করাই ভাল। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলে ও মাথার ত্বকে কোনও অ্যালার্জির প্রতিক্রিয়া না হলে, বড় সুচের রোলার কিনতে পারেন। ডার্মা রোলার ব্যবহারের নিয়ম আছে। ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিলে ভাল হয়।

বাড়িতে যদি করতে হয়, তা হলে চুল যেখানে পাতলা হয়ে গিয়েছে বা উঠে গিয়েছ্‌ সেখানে রোলারটি হালকা চাপ দিয়ে ধীরে ধীরে ঘোরাতে হবে। এই ভাবে মাথার ত্বকে রোলারের সূক্ষ্ম সুচ আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে। উল্লম্ব ভাবে, পাশাপাশি ও কোনাকুনি রোলার চালাতে হবে। রোলার দিয়ে খুব বেশি চাপ দিলে মাথার ত্বকে ব্যথা হতে পারে। খেয়াল রাখতে হবে, যেন রক্ত না বার হয়। তেমন ভাবেই চাপ দেবেন।

ডার্মা রোলার ব্যবহারের আগে সেটি আগে উষ্ণ জলে ধুয়ে নিন বা স্যানিটাইজ়ার ব্যবহার করে পরিষ্কার করে নিন। প্রতি বার ব্যবহারের আগে এই ভাবে পরিষ্কার করে নিতে হবে।

কী করবেন ও কী নয়?

০.৫ মিলিমিটারের ডার্মা রোলার হলে সপ্তাহে এক দিন ব্যবহার করাই ভাল।

১ মিলিমিটার থেকে ২ মিলিমিটারের রোলার হলে দু’সপ্তাহ বা তিন সপ্তাহ অন্তর ব্যবহার করুন।

ডার্মা রোলার ব্যবহার করলে মাথায় জেল বা ক্রিম, যা-ই লাগান না কেন তা বুঝেশুনে কিনতে হবে। অ্যালকোহল যুক্ত হেয়ার টনিক বা সিরাম, সুগন্ধি তেল বা শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বকের ক্ষতি হবে।

মাথার ত্বকে ব্রণ, র‌্যাশ, কোনও ক্ষত থাকলে বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থাকলে রোলার ব্যবহার করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement