Summer Comfort Clothing

ভ্যাপসা গরমে সুতি ছাড়া গতি নেই! তবে আরও ৩ ধরনের কাপড় আছে, যা আরামপ্রদ, আবার কেতাদুরস্তও

সূর্যের ক্ষতিকারক অতিবেগনি রশ্মির হাত থেকে প্রাথমিক স্তরে ত্বককে রক্ষা করে পোশাকই। তাই বুঝেশুনে জামা বাছাই করা দরকার। জামার কায়দার আগেও কাপড় নিয়ে সচেতন হওয়া উচিত গরমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৩:১২
Share:

জামার কায়দার আগেও কাপড় নিয়ে সচেতন হওয়া উচিত গরমে। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গে গরমকাল মানেই ভ্যাপসা, ঘামে ভেজা। তাল মিলিয়ে চলে উচ্চ তাপমাত্রার দৌরাত্ম্য। অস্বস্তি, বিরক্তি নিয়েই বাইরে বেরোতে হয় সকলকে। রোদে বেরোনোর আগে রোজের চিন্তা, কোন পোশাক পরলে গরম কম লাগবে, কোন জামাতে হাঁসফাঁস করবে না, হাওয়া চলাচল করতে পারবে কোন ধরনের কাপড়ে। সবাই জানেন, সুতির পোশাকের মতো আরাম আর কিছুতে নেই। এ দিকে রোজ সুতি পরার মতো অতও সংগ্রহে নেই। সে ক্ষেত্রে আর কোন কাপড়ের জামা পরা যায়, যাতে আরামদায়ক হবে সাজ?

Advertisement

সূর্যের ক্ষতিকারক অতিবেগনি রশ্মির হাত থেকে প্রাথমিক স্তরে ত্বককে রক্ষা করে পোশাকই। তাই বুঝেশুনে জামা বাছাই করা দরকার। জামার কায়দার আগেও কাপড় নিয়ে সচেতন হওয়া উচিত গরমে। এমন কয়েকটি কাপড় বেছে নেওয়া দরকার, যা আরামের পাশাপাশি সাজেও নতুনত্ব আনবে।

১. লিনেন: সুতির সঙ্গে টক্কর দিতে পারে লিনেন। সুতির মতোই ঘাম শুষে নিতে পারে এবং হাওয়া চলাচল করতে দেয়। কিন্তু সুতির তুলনায় একটু বেশিই কেতাদুরস্ত লিনেন। গরমের সময়ে কোনও অনুষ্ঠান থাকলে ভারী সাজ সাজতে ইচ্ছে করে না, কিন্তু খুব সাদামাঠা সাজও মানায় না। সে ক্ষেত্রে লিনেন কাপড়ের পোশাক পরতে পারেন। তাতে আরাম আর সাজ, দুই-ই বজায় থাকে। অনুষ্ঠানের পাশাপাশি অফিস-কাছারির জন্যও লিনেন মানানসই। গরমের জন্য বেজ বা হালকা নীল রঙের লিনেন শার্টের সঙ্গে ফর্মাল ট্রাউজ়ার বেশ মানাবে রোজের সাজে। যে কোনও লিঙ্গের মানুষ এ ভাবে সাজতে পারেন।

Advertisement

নীল রঙের লিনেন শার্টের সঙ্গে ফর্মাল ট্রাউজ়ার মানাবে রোজের সাজে। ছবি: সংগৃহীত।

২. রেয়ন-মোডালের মিশ্রণ: নরম ফুরফুরে কাপড়ের জামা পরতে পছন্দ করেন? আরামদায়ক ইন্দো-ওয়েস্টার্ন সাজ এবং যাতায়াত করার জন্য বিশেষ ভাবে মানানসই এই ধরনের কাপড়। ঢিলেঢালা মোডাল শার্টের সঙ্গে প্রিন্টেড ট্রাউজ়ার্স বা জিনস অথবা রেয়নের কুর্তার সঙ্গে জিনস খুবই কেতাদুরস্ত। ত্বকের জন্য আরামদায়ক এই কাপড়। আর পরতেও কষ্ট হয় না।

ঢিলেঢালা মোডাল শার্টের সঙ্গে জিনস খুবই কেতাদুরস্ত। ছবি: সংগৃহীত।

৩. সুতি-সিল্কের মিশ্রণ: সিল্কের ভার থাকবে না, অথচ রেশমি সৌন্দর্য থাকবে। সুতি আর সিল্কের এই মিশ্রণে সব মিলিয়ে আকর্ষণ থাকবে অক্ষুণ্ণ। প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে পরার জন্য এ ধরনের কাপড় যুতসই হতে পারে। সর্ষে হলুদ রঙের সুতি-সিল্কের কুর্তি ও চোস্ত বা ড্রেস পরে সাজতে পারেন গরমে। এই কাপড়ের পাঞ্জাবি আর জিনস সুন্দর মানাবে। কষ্টও হবে না, আবার সাজও হবে নজরকাড়া।

সর্ষে হলুদ রঙের সুতি-সিল্কের কুর্তি ও চোস্ত বা ড্রেস পরতে পারেন গরমে। ছবি: সংগৃহীত।

ঘামে ভিজে অস্বস্তি হবে না এই কয়েক ধরনের কাপড়ের পোশাক পরলে। তা ছাড়া সাজও নষ্ট হবে না। আরামের জন্য কয়েকটি সুতির জামা ঘুরিয়ে ফিরিয়ে পরতে হয়। তার চেয়ে বরং নতুন কাপড়ের জামা কিনে নিন, বা বানিয়েও নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement