Conditioner

শ্যাম্পুর পরে কন্ডিশনার মাখছেন? কতটা ভুল করছেন জানেন?

সাম্প্রতিক কিছু সমীক্ষা বলছে, শ্যাম্পুর পরে নয়, আগে কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কী কী উপকার পাওয়া যায় এতে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৫
Share:

শ‍্যাম্পুর পরে নয়, আগে কন্ডিশনার ব‍্যবহার করা জরুরি। ছবিঃ সংগৃহীত

শ্যাম্পুর পরে কন্ডিশনারের ব‍্যবহার। অধিকাংশেই এমন নিয়মই মেনে চলেন। এতে চুল মসৃণ ও নরম থাকে বলেই প্রচলিত। কিন্তু এই নিয়ম কি আদৌ ফলদায়ক? সাম্প্রতিক কিছু সমীক্ষা বলছে, শ‍্যাম্পুর পরে নয়, আগে কন্ডিশনার ব‍্যবহার করা জরুরি। কী কী উপকার পাওয়া যায় এতে?

Advertisement

চুলের স্বাস্থ‍্য ভাল থাকে

প্রথমে কন্ডিশনার মাখলে চুলে সরাসরি তেল এবং অন‍্যান‍্য প্রয়োজনীয় উপাদান পৌঁছবে। শ‍্যাম্পু করার পর কন্ডিশনার মাখলে সেই সুযোগ কম থাকে।

Advertisement

চুলের গোড়া শক্তিশালী এবং মজবুত করতে শ‍্যাম্পুর আগে কন্ডিশনার ব‍্যবহার করুন। ছবিঃসংগৃহীত।

রুক্ষ চুলে কোমলতা ফেরে

আপনার চুল যদি খুব রুক্ষ এবং শুষ্ক হয়, তা হলে শ‍্যাম্পুর আগেই কন্ডিশনার ব‍্যবহার করুন। এতে চুল কোমল এবং মসৃণ হবে।

চুল ভাল পরিষ্কার হয়

শ‍্যাম্পু করার অন‍্যতম উদ্দেশ‍্য হল চুলের ময়লা দূর করা। সেই লক্ষ‍্য পূরণ করতে শ‍্যাম্পুর আগেই কন্ডিশনার ব‍্যবহার করুন। চুল ভাল ভাবে পরিষ্কার হবে।

চুল পড়া কমে

চুল ঝরার সমস‍্যা নিয়ে নাজেহাল অনেকেই। সেই সমস‍্যা আরও বেড়ে যেতে পারে যদি শ‍্যাম্পুর পরে কন্ডিশনার মাখেন। চুলের গোড়া আলগা হয়ে গেলে চুল পড়ে। তাই চুলের গোড়া শক্তিশালী এবং মজবুত করতে শ‍্যাম্পুর আগে কন্ডিশনার ব‍্যবহার করুন।

চুলের ঘনত্ব বাড়াতে

পাতলা চুল সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই চুলে চাই ঘনত্ব। শ্যাম্পুর পরে কন্ডিশনার মাখলে চুল পাতলা হয়ে যেতে পারে। চুলে ফোলা ভাব আনতে প্রথমে কন্ডিশনার মাখুন। তার পরে শ্যাম্পু। তাতে উপকার পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement