চুল যতই পাত লা হোক, সঠিক ছাঁটেই ঘন ও আকর্ষণীয় দেখাবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কখনও গরম, কখনও বৃষ্টি। ভিজে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় চুলের বারোটা বাজছে। ভিজে চুল শুকোতেই চাইছে না। তার উপর ঘাম জমে মাথায় গন্ধও হচ্ছে। অফিসের দিন সকালে তাড়াহুড়োয় চুলে ভাল করে শ্যাম্পু করার সময় পান না অনেকেই। চুলের যত্নও নেওয়া হয় না ঠিক করে। ফলে চুল রুক্ষ হয়ে ঝরতে শুরু করে। আবার যাঁদের চুল খুব পাতলা, তাঁদের সমস্যা আরও বেশি। কী ভাবে কেশসজ্জা করলে চুলের ঘনত্ব বেশি দেখাবে, তা নিয়ে চিন্তা থাকে। চুল যতই পাতলা হোক, যদি ছাঁট সঠিক হয় তা হলে চুল অনেক বেশি ঘন, ঢেউ খেলানো ও সুন্দর দেখাবে। চুলের ছাঁটেই বদলে যাবে মুখের গড়ন। আরও আকর্ষণীয় দেখাবে। পুজোর সময়ে অনেকের ভিড়ে যদি নজর কাড়তে চান, তা হলে ভাল কোনও হেয়ারকাট বেছে নিতে পারেন।
পাতলা চুল ঘন দেখানোর ‘হেয়ার কাট’
ব্লান্ট বব কাট:
ব্লান্ট বব কাট। ছবি: সংগৃহীত।
কোনও স্তরে ভাগ না করে সোজাসুজি কাটা হয় চুল। এতে চুল অনেক বেশি ঘন ও প্রশস্ত দেখায়। সোজা চুলে এই কাট বেশি ভাল দেখায়। তবে চুল কোঁকড়া বা ঢেউ খেলানো হলেও অসুবিধে নেই। মুখের গড়ন লম্বাটে বা ডিম্বাকৃতি হলে, ব্লান্ট বব বেশ মানিয়ে যাবে। ব্লান্ট ববের আকর্ষণে মজেছেন অভিনেত্রীরাও। পুজোর সময়ে এই কাটেই হয়ে উঠতে পারেন অনন্যা।
ক্রপড লেয়ার:
ক্রপড লেয়ার। ছবি: সংগৃহীত।
লেয়ার্ড শুধু বড় চুলের জন্য হতে হবে, এমন নয়। তুলনামূলক ছোট চুলেও লেয়ার্ড কাট খুব মানানসই। এমন ছাঁটে চুল ঘন তো দেখাবেই, চুল পাতলা হলে ঘনত্ব বাড়ানোর জন্য অনেকগুলি ছোট ছোট লেয়ারে চুল ছাঁটা হয়। এই ধরনের হেয়ারকাট আপনার লুকই বদলে দেবে।
পিক্সি কাট
পিক্সি কাট। ছবি: সংগৃহীত।
একটু অন্য রকম চুলের ছাঁট চাইলে, পিক্সি কাট করাতে পারেন। তবে এই হেয়ারকাট সকলের জন্য নয়। খুব ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা হয়। মুখের গড়ন, ব্যক্তিত্ব, পোশাকের ধরনের সঙ্গে মানানসই হতে হবে।
অ্যাঙ্গুলার লব
অ্যাঙ্গুলার লব। ছবি: সংগৃহীত।
চুল যদি কোঁকড়ানো হয়, তা হলে সঠিক যত্ন নেওয়া কঠিন। এমন ভাবে চুল ছাঁটুন, যাতে অনেকগুলি লেয়ার থাকে৷ এই লেয়ারগুলি মুখের দু’পাশে হালকা ভাবে থাকবে৷ অ্যাঙ্গুলার লবও করতে পারেন, তাতে সামনের দিকের লেয়ারগুলি লম্বা হবে, পিছনে ছোট হয়ে যাবে৷ এতে চুল অনেক বেশি ঘন দেখাবে।
শ্যাগ কাট
শ্যাগ কাট। ছবি: সংগৃহীত।
মুখের চারপাশে চুলগুলি অনেকগুলি স্তরে কাটা হয়। এতে মনে হবে, চুল অগোছালো বা অবিন্যস্ত হয়ে আছে। তবে এর সুবিধা হল, পাতলা চুল অনেক বেশি ঘন দেখায়। সব ধরনের চুলের জন্য শ্যাগ কাট উপযোগী। দৈর্ঘ্য যেমনই হোক না কেন, চুলের এমন ছাঁটে পুজোর আগেই বদলে ফেলুন আপনার লুক।