খোঁজ পাওয়া গেল মায়ের!

অবশেষে খুঁজে পাওয়া গেল কায়লান মাহমোস মাকে। সন্ধানটা দিলেন খোদ কায়লানই। তাঁর ইন্সট্রাগ্রামে পোস্ট করা একটি ভিডিও ইতি টানল মা রহস্য। ক্যাপশন ‘‘আমার মা ভাবছিলেন বোধহয়, ছবি তোলা হচ্ছে!’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৪
Share:

অবশেষে খুঁজে পাওয়া গেল কায়লান মাহমোস মাকে। সন্ধানটা দিলেন খোদ কায়লানই। তাঁর ইন্সট্রাগ্রামে পোস্ট করা একটি ভিডিও ইতি টানল মা রহস্য। ক্যাপশন ‘‘আমার মা ভাবছিলেন বোধহয়, ছবি তোলা হচ্ছে!’’

Advertisement

ভিডিওটিতেও দেখা যাচ্ছে সেই প্রায় এক রকম দেখতে তিন কন্যেকে। তাদের মধ্যে বাঁ দিকের জন প্রথমে ছবি তোলার জন্য পোজ দিলেও যখন বুঝতে পারেন ভিডিও উঠছে তখন একটু ঘাবরে গিয়েই হঠাত্ হাসতে শুরু করেন। ক্যাপশনের ইঙ্গিত অনুযায়ী উনিই কায়লানের মা।

গত সপ্তাহে টুইটারে ছবিটা পোস্ট করে ছিলেন কায়লান নামের এক তরুণী। তিন সুন্দরীর সাধারণ একটা ‘গ্রুফি’। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছবির নীচে ৩১ হাজার লাইক! রিটুইট হয়েছে ২০ হাজার বার। সপ্তাহ না ঘুরতেই ছবি এখন ভাইরাল ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে। এমন গ্রুফি তো আকছার দেখা যায়। তা হলে এমন কী ঘটল, যে অখ্যাত তিন কন্যার ছবি এখন টক অফ দ্য সোশ্যাল মিডিয়া?

Advertisement

রহস্যটা আসলে লুকিয়ে ছিল ছবিটার ক্যাপশনে। ‘‘মা, আমি আর আমার যমজ বোন’’। মজার বিষয়, ছবির তিন সুন্দরীকেই প্রায় এক রকম দেখতে। তিন জনেই সমান তন্বী। ছবি দেখে বয়স বোঝাও দুষ্কর। নির্দিষ্ট করে বলাও নেই কোনজন মা। সেই ‘মা’-এর খোঁজেই মাথা কোটা শুরু করে তামাম সোশ্যাল মিডিয়াবাসী।

আরও পড়ুন-এদের মধ্যে কে মা, বলুন দেখি?

দেখে নিন সেই ভিডিও, খুঁজে নিন কায়লানের মাকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement