chicken

Chicken Paratha: বাড়িতে অল্প চিকেন পড়ে আছে? বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেন পরোটা

আলু বা মেথি দিয়ে পরোটা করে অনেক সময়ই খাওয়া হয়। তবে চটজলদি পেট ভরাতে বানাতে পারেন চিকেন পরোটা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১২:২২
Share:

প্রতীকী ছবি।

এটা-ওটা বানানোর পর বাড়িতে অনেক সময়ই অল্প পরিমাণে চিকেন রয়ে যায়। এত অল্প চিকেন দিয়ে কী বানাবেন ভেবে পাচ্ছেন না তো? বানিয়ে ফেলুন চিকেন পরোটা। আলু পরোটা, মেথি পরোটা তো অনেক হল। চিকেন পরোটা বানাতে সময়ও বেশি লাগবে না। আবার মুখরোচক এই স্বাদে ভরবে পেটও। দেখে নিন কী ভাবে বানাবেন চিকেন পরোটা।

Advertisement

চিকেন পরোটা

Advertisement

উপকরণ:

পেঁয়াজ: ১টি (কুচনো)

কাঁচা লঙ্কা: ১টি

ধনেপাতা: ২ টেবিল চামচ

চিকেন: ২৫০ গ্রাম (বোনলেস)

আদারসুন বাটা: ১ চা চামচ

লাল লঙ্কাগুঁড়ো: স্বাদমতো

জিরেগুঁড়ো: / চা চামচ

ধনেগুঁড়ো: / চা চামচ

হলুদগুঁড়ো: এক চিমটে

নুন: স্বাদমতো

মরিচগুঁড়ো: / চা চামচ

দই: / কাপ

তেল: ২ টেবিল চামচ

ময়দা: ১ কাপ

আটা: ১ কাপ

নুন: / চা চামচ

জল পরিমাণ মতো

প্রতীকী ছবি।

চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিন।

তারপর আদারসুন বাটা, লাল লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, নুন ও দই মিশিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার প্যানে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি ভাজুন।

রান্না হয়ে গেলে চিকেনের টুকরোগুলি ফালিফালি করে কেটে ঠান্ডা করতে দিন।

তারপর এতে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন। চিকেন পরোটার পুর তৈরি।

এবার একটি বাটিতে আটা ও ময়দা মাখতে থাকুন। স্বাদমতো নুন ও জল দিন। ভালভাবে মাখার পর গোলাকার একটি মণ্ড তৈরি হয়ে গেলে তাতে একটু তেল মাখিয়ে মিনিটপনেরো রাখুন।

এবার মণ্ডটি থেকে সমান আকারের ছোট ছোট লেচি পাকিয়ে নিন। দুটি করে লেচি বেলে গোল দুটি পরোটার আকার দিন। এর মধ্যে একটির উপর চিকেনের পুরটি ভরে উপরে অন্য পরোটাটি দিয়ে ভাল করে মুড়ে দিন।

এবার একটি চাটুতে তেল গরম করে এই পুরভরা পরোটাটি ভাজুন। সোনালি হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন