Mosquito

বর্ষার জমা জল মশার আঁতুড়ঘর, কোন জায়গাগুলি চোখ এড়িয়ে যেতে পারে?

অলক্ষ্যে কি মশার লার্ভা বেড়ে উঠছে? বাড়ির কোন কোন দিকে নজর দেওয়া দরকার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৯:২৪
Share:

মশার লার্ভা। ছবি: সংগৃহীত।

বর্ষার মরসুমে সতর্ক না হলেই বিপদ। জমা জলে যে শুধু লক্ষ লক্ষ জীবাণু, ব্যাক্টেরিয়া জন্মায় তা নয়, এই স্থান মশাদেরও আঁতুড়ঘর। সতর্ক না হলেই ম্যালেরিয়া, ডেঙ্গির মতো অসুখ অনিবার্য।

Advertisement

যে জায়গাগুলিতে জল জমছে, সে সব পরিষ্কার করছেন, কিন্তু এর বাইরেও জল জমতে পারে কি? কোন জায়গা নজর এড়িয়ে যেতে পারে?

টব: গাছের টবে জল জমছে কি না, খেয়াল করেছেন? এতে শুধু গাছের ক্ষতি নয়, অলক্ষ্যে বেড়ে উঠতে পারে মশার লার্ভাও। গাছের গোড়ায় কিন্তু মশানাক তেল স্প্রে করা যাবে না। এতে গাছের ক্ষতি হতে পারে। নিয়মিত গাছের গোড়া পরিষ্কার রাখুন। প্রতিটি টবের জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কি না, দেখে নিন।

Advertisement

পাখির জল খাওয়ার পাত্র: পাখিকে জল খাওয়াতে ছাদে কোনও পাত্র রেখেছিলেন? বেমালুম ভুলে গিয়েছেন হয়তো? নিয়মিত ছাদে না উঠলেও, সপ্তাহে এক বার করে উঠে নজর বুলিয়ে নিন কোথাও জল জমছে কি না। বিশেষত ছাদবাগান থাকলে, পাতা, মাটি ধুয়ে গিয়ে নর্দমার মুখ বন্ধ হতে পারে। সেখানেও জল জমলে মশার লার্ভা জন্মাবে।

আসবাবের ঢাকনা: বৃষ্টির ছাট থেকে আসবাব বাঁচাতে প্লাস্টিক বা ত্রিপল দিয়ে ঢেকেছেন। ত্রিপলের কোনও খাঁজে জল জমছে না তো? এটাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement