ইনসমনিয়া ভাগিয়ে নিমেষে ঘুমিয়ে পড়তে শোওয়ার আগে খান এটা

ইনসমনিয়ায় ভুগছেন? এই সমস্যা এখন প্রায় কম বেশি সকলেরই। সারা দিন ক্লান্ত ভাব। এ দিকে রাতে বিছানায় শুলেই ঘুম গায়েব। হাজার সাধাসাধিতেও আসতেই চায় না যেন। এটা সেটা অনেক কিছুই ট্রাই করে দেখেছেন কিন্তু ঘুম বাবাজির আসার কোনও নামই নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১১:০৬
Share:

ইনসমনিয়ায় ভুগছেন? এই সমস্যা এখন প্রায় কম বেশি সকলেরই। সারা দিন ক্লান্ত ভাব। এ দিকে রাতে বিছানায় শুলেই ঘুম গায়েব। হাজার সাধাসাধিতেও আসতেই চায় না যেন। এটা সেটা অনেক কিছুই ট্রাই করে দেখেছেন কিন্তু ঘুম বাবাজির আসার কোনও নামই নেই। এই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে ঘুমের আগে করুন ছোট্ট একটা কাজ। খেয়ে নিন এই জল। আর তারপরই চলে যান ঘুমের রাজ্যে।

Advertisement

কী কী লাগবে

কলা: মাঝারি সাইজের একটা

Advertisement

দারচিনি গুঁড়ো: এক চিমটি

জল: এক লিটার

কী ভাবে বানাবেন

জল মাঝারি আঁচে ফোটাতে থাকুন। কলা ধুয়ে নিয়ে মাথা ও নীচের দিক ছুরি দিয়ে অল্প করে কেটে নিন। খোসা ছাড়াবেন না। ফুটন্ত জলে কলা ছেড়ে দিন। ১০ মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করুন। কলা তুলে নিয়ে জল পরিষ্কার পাত্রে ঢালুন। এর মধ্য দারচিনি গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। ঠান্ডা হলে ফ্রিজে রাখুন।

কী ভাবে খেতে হবে

রাতে শোওয়ার এক ঘণ্টা আগে এই জল এক কাপ মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেয়ে নিন।

কী ভাবে কাজ করে এই জল

কলার মধ্যে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম শরীর ও মনকে রিল্যাক্স করে। এ ছাড়াও কলায় পাওয়া যায় ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড যা মস্তিষ্কে সিরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায়। অন্য দিকে দারচিনি নার্ভকে শান্ত করে।

আরও পড়ুন: স্ট্রেস কমাতে রোজ মেনে চলুন এই ৩ নিয়ম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement