কাপড়কাচার যন্ত্রে কী ভাবে পোশাক কাচবেন? ছবি: সংগৃহীত।
বহু দিন হল জীবনযাপনের সঙ্গী হয়ে গিয়েছে কাপড় কাচার যন্ত্র বা ওয়াশিং মেশিন। সময় যত এগিয়েছে, যন্ত্র তত আধুনিক হয়েছে। কাপড় কী ভাবে আরও ভাল করে কাচা যায়, তেমন ভাবনা থেকেই যন্ত্রে জুড়েছে নানা ‘ফিচার’ এবং ‘মোড’। কাপড় কাচার সময় আধুনিক সেই ফিচারগুলি ব্যবহার করেন কি? ভারী, বেশি ময়লা বিছানার চাদর আর শৌখিন পোশাক কিন্তু একই ‘মোড’ ব্যবহার করে কাচা যায় না। আবার টি-শার্ট, শার্ট পরিষ্কার হয় ঠিকই, কিন্তু কলার থেকে ময়লা উঠতে চায় না। কোনও পোশাক কাচার জন্য বিভিন্ন ‘মোড’ হল যন্ত্রটিকে কোনও নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেওয়া। কী কাচার জন্য কোন ধরনের ‘মোড’ ব্যবহার করবেন?
পুরোপুরি স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন যেমন আছে, তেমনই রয়েছে সেমি-অটোমেটিক মেশিনও। সব যন্ত্রে একই রকম ‘মোড’ বা ফিচার থাকে না। তবে সাধারণত যেগুলি ব্যবহার করতে পারেন সেগুলি হল-
কলারের ময়লা তোলা: শার্ট বা টি-শার্টের কলারে ময়লা জমা হয়। তা পরিষ্কার করার পদ্ধতি আছে। কলারে শ্যাম্পু এবং জল দিয়ে এক বার হাতের সাহায্যে ঘষে নিন। তার পর সেটি রাখুন ‘প্রি-সোকিং’ মোড বা অপশনে। এর কাজ হল, যন্ত্রে কাচার জন্য দেওয়া পোশাকগুলিকে সাবান জলে ভিজিয়ে রাখা। মাঝেমধ্যে যন্ত্র পোশাকগুলি ঘুরিয়ে, এদিক-ওদিক করে দেয়। যাতে সব পোশাকই সাবান জলে ভাল করে ভেজে। তার পরে এটি কাচা শুরু করে।
ভারী জিনিস: ভারী বিছানার চাদর, সোফার কভার, পর্দা সাধারণত নিয়মিত কাচা হয় না।এগুলিতে ময়লাও হয় বেশি। এগুলি কাচার সময় ‘প্রি-সোক’ বা কাচার আগে ভিজিয়ে রাখার নির্দেশিকা দেওয়া জরুরি। নির্দিষ্ট মোড চালু করলে মেশিন সেই কাজ করবে। ভারী জিনিস কাচার জন্যও নির্দিষ্ট মোড থাকে। সেই ‘অপশন’টিও চালু করতে হবে।
হালকা পোশাক: সুতোর কাজ করা, রং উঠতে পারে এমন পোশাক সাধারণত যন্ত্রে না কাচাই ভাল। হালকা পোশাক কাচতে হলে, ভারী পোশাক কাচার নির্দেশিকার বদলে হালকা পোশাকের ‘অপশন’ চালু করতে হবে। এতে যন্ত্রের ঘোরার গতি এবং কাচার কৌশল খানিক বদলে যায়। এই কারণে, ভারী জিনিস এবং হালকা পোশাক এক সঙ্গে না কাচাই ভাল।
রং: যদি কোনও পোশাকের রং ওঠে বা সেটি হালকা পোশাক হয়, তা হলে কাপড় কাচার যন্ত্রের গরম জল বার হওয়ার অপশনটি দেওয়া যাবে না।এতে পোশাক কুঁকড়ে যেতে পারে, রংও বেশি উঠতে পারে। বরং ঠান্ডা জলেই তা কাচতে হবে।
সেলফ ক্লিন: আধুনিক কাপড় কাচার যন্ত্রে ‘সেলফ ক্লিন’ অপশন থাকে। এটি কাপড় কাচার জন্য নয়, বরং যন্ত্রটি যাতে নিজেকে পরিষ্কার করে নিতে পারে সেই জন্য। মাঝেমধ্যে এই অপশন চালু রাখলে যন্ত্র পরিষ্কার থাকবে, এর স্থায়িত্ব বাড়বে।