CLOVE

লবঙ্গ রাখেন না রান্নাঘরে? কী ক্ষতি করছেন জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৪:৪৭
Share:

লবঙ্গ একাই সামাল দিতে পারে বেশ কিছু অসুখ। ছবি: শাটারস্টক।

আমাদের চার পাশেই এমন অনেক জিনিস আছে, যা সহজেই বেশ কিছু অসুখবিসুখকে রুখে দিতে পারে স্বচ্ছন্দে। এগুলো বেশ সহজলভ্যও। রান্নাঘরেই থাকা এমন অনেক মশলার মধ্যেই রয়েছে ভেষজ গুণ।

Advertisement

যেমন লবঙ্গ। চিকিৎসকরাও আস্থা রাখেন লবঙ্গের উপকারিতায়। নানা রকম খাবারে তো আমরা লবঙ্গ ব্যবহার করেই থাকি, কিন্তু রান্নার বাইরে দু’-এক টুকরো লবঙ্গ মুখে রাখলে তার উপকারিতাও কম নয়।

জানেন কি, লবঙ্গ একাই সামাল দিতে পারে কোন কোন অসুখ? এ সব জানলে রোজই কাছে রাখবেন লবঙ্গ।

Advertisement

আরও পড়ুন: সুস্থ থাকতে চান তো? রোজ কী খাবেন আর কতটুকু খাবেন...​

দাঁতের সমস্যায় ভোগেন? এই অসুখে দ্রুত যন্ত্রণা কমাতে লবঙ্গের তেল খুব উপকারী। মুখে কয়েক টুকরো লবঙ্গ রাখলেও এর রস দাঁতের গোড়ায় পৌঁছে ব্যথা কমায়। চিকিৎসকদের মতে, লবঙ্গে থাকা ইউজেনলের কারণেই এই ব্যথা কমে। ভাইরাল ফিভারেও খুব কাজে আসে লবঙ্গ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, জ্বর হলে ওষুধ তো লাগবেই। তবে পথ্য হিসাবে লবঙ্গের কোনও জুড়ি নেই। হালকা গরম জলে দু’-এক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে বা কয়েক টুকরো লবঙ্গ ভিজিয়ে রাখুন। এর সঙ্গে যোগ করুন মধু। এই পানীয় গরম গরম খেলে শরীরের তাপমাত্রায় ভারসাম্য আসে। ঠান্ডা লেগে জ্বর এলে শরীরকে দ্রুত সুস্থ করতে পারে এই মিশ্রণ।

আরও পড়ুন: ৪০ পেরোলেই চালসে? রুখে দিতে পারেন এ সব খাবারে

গ্রাফিক: তিয়াসা দাস।

বমি ভাব এলে লবঙ্গ রাখুন মুখে, লবঙ্গের বিটা ক্যারোফাইলিন ও ভ্যানিলিন এর সুগন্ধের জন্য দায়ী। তাই বমি ভাবের সময় লবঙ্গ মুখে রাখলে সহজেই দূর হবে এই অসুবিধা। ইউজেনল থাকায় শ্লেষ্মাজনিত অসুখ থেকে রেহাই পেতে লবঙ্গ খুব উপকারী। লবঙ্গের তেল গরম জলে খাওয়া ছাড়াও, নানা ঘরোয়া পদ্ধতির ক্বাথে লবঙ্গ যোগ করে খেলে সহজেই সর্দি-কাশির সমস্যা দূর হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন