Advertisement
১৯ মে ২০২৪
EYESIGHT

৪০ পেরোলেই চালসে? রুখে দিতে পারেন এ সব খাবারে

কেমন করে ঠেকিয়ে রাখবেন দৃষ্টিশক্তি কমে যাওয়া? উত্তর খুঁজছিলেন অস্ট্রেলিয়ার ‘ওয়েস্টমিড ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চ’-এর বিজ্ঞানীরা।উত্তরে উঠে এল...

সারা ক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ দৃষ্টিশক্তি ক্ষীন হওয়ার অন্যতম কারণ। ছবি: শাটারস্টক।

সারা ক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ দৃষ্টিশক্তি ক্ষীন হওয়ার অন্যতম কারণ। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১২:০১
Share: Save:

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চোখ। শৈশব থেকেই চোখের যত্নের কথা বলেন চিকিৎসকরা। কিন্তু আধুনিক জীবনযাত্রা ও পেশার চাপে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের দিকে তাকিয়ে বসে থাকতে হয়, কখনও বা রাত জেগেও করতে হয় কাজ। ফলে কম বয়সেই দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঘটনা আজকাল একেবারেই বিরল নয়। চল্লিশ পেরলেই চালসের সমস্যাও বিশ্বে নতুন নয়।

চিকিৎসকদের মতে, ম্যাকুলার ডিজেনারেশন-ই মূলত দৃষ্টিশক্তি কমে যাওয়ার জন্য দায়ী। একটু বয়স বাড়লেই চোখের সমস্যা ডেকে আনে মূলত এই কারণই। চক্ষুরোগ বিশেষজ্ঞ সোমনাথ সরকারের মতে, ‘‘বয়স বাড়ার সঙ্গে যে চালসে হানা দেয় আমাদের শরীরে, তা মূলত শারীরবৃত্তীয় জটিলতাই। শতকরা প্রায় ৭৫ শতাংশ মানুষই এর শিকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই এমনটা ঘটে। তবে ম্যাকুলার ডিজেনারেশনই এর জন্য দায়ী। তাই এর প্রতি যত্নবান হলে চালসে ঠেকিয়ে রাখা সম্ভব। অন্তত বৃদ্ধ বয়স পর্যন্তও রুখে দেওয়া যাবে চালসে।’’ তা হলে এই ক্ষয়কে রুখে দিতে পারলেই দৃষ্টিশক্তি তীক্ষ্ণ রাখা সম্ভব?

কেমন করে? এই ‘কী ভাবে’-র উত্তর খুঁজছিলেন অস্ট্রেলিয়ার ‘ওয়েস্টমিড ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চ’-এর বিজ্ঞানীরা। প্রায় ২ হাজার জন অস্ট্রেলীয়কে নিয়ে প্রায় ১৫ বছর ধরে এই পরীক্ষাটি করা হয়েছে। সম্প্রতি ‘অ্যাকাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্‌স’-এ প্রকাশিত হয়েছে এই পরীক্ষাটির বিশদ বিবরণ।

আরও পড়ুন: হৃদ্‌রোগীর প্রাথমিক শুশ্রূষার প্রশিক্ষণ শিবির

পালংশাকের নাইট্রেটই পারে দৃষ্টিশক্তির ক্ষমতাকে বজায় রাখথে। ছবি: পিক্সঅ্যাবে।

গবেষকদের মতে, আমাদের চার পাশে এমন দু’টি সব্জি আছে যা সহজেই এই ম্যাকুলার ডিজেনারেশনকে প্রতিরোধ করতে পারে। নাইট্রেট সমৃদ্ধ সব্জি পালংশাক ও বিটকেই এই সমস্যার অন্যতম প্রতিষেধক বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

প্রতি ১০০ গ্রাম পালংশাকে ২০ মিলিগ্রাম করে নাইট্রেট থাকে। ১০০ গ্রাম বিটে থাকে ১৫ মিলিগ্রাম নাইট্রেট। আর এই দুই খাবারকেই পরীক্ষায় ব্যবহৃত মানুষদের একাংশের প্রতি দিনের ডায়েটে যথেষ্ট পরিমাণে রেখেছিলেন বিজ্ঞানীরা। ফলস্বরূপ দেখা গিয়েছে, পালং শাক ও বিটের ডায়েটে থাকা মানুষদের শরীরে নাইট্রেট প্রবেশ করেছে বেশি। এবং বয়স বাড়লেও তাঁদের দৃষ্টিশক্তি কমেনি একটুও।

মূল গবেষক বামিনি গোপীনাথের মতে, ‘‘দৃষ্টিশক্তি কমে যাওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে ৫০ বছরের পরে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যাঁরা দিনে ১৪২ মিলিগ্রামের বেশি নাইট্রেট খান তাঁরা এই ধরনের অসুখের শিকার হননি।’’

আরও পড়ুন: এই স্বভাব থাকলে আজই বদলান, নইলে হতে পারে মৃত্যুও!

পাতে রাখুন বিট, ভাল থাকবে চোখ। ছবি: পিক্সঅ্যাবে।

সোমনাথ বাবুর মতেও পালং শাক ও বিটে প্রটুর নাইট্রেট। আর এই নাইট্রেট পারে চোখকে সুস্থ রাখতে। তাঁর মতে, ‘‘পালং বিটের সঙ্গে যদু গেঁড়ি-গুগলি ও মুড়োসমেত চারামাছ খেতে পারেন, তা হলে ফল পাবেন আরও ভাল।’’

সুতরাং চোখের যত্নে আজ থেকেই প্রয়োজনীয় খাদ্যের উপর জোর দিন। নাইট্রেট সমৃদ্ধ এই সব খাবারই পারে আপনার রেটিনাকে সুস্থ রাখতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Tips Fitness Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE