Life style

পুরনো শাড়ি দিয়েই পাল্টে ফেলুন ঘরবাড়ি-পোশাকআশাক

বিয়ের বেনারসি বাক্সবন্দি করে তুলে রাখা। প্রথম বিবাহবার্ষিকীর জামদানিও পরা হয়নি বহু কাল। মা-কাকিমার উপহার দেওয়া কাঞ্জিভরমের পাট ভেঙেও তা ফের গায়ে চড়েনি। ফলে আলমারির এক কোণায় অবহেলায় থেকে যায় এগুলো। কালেভদ্রে তা বের করলেও রং-চটা সেই সব শাড়ির জৌলুস তখন ম্লান। সে সব পুরনো শাড়ি নিয়ে কী করবেন তা ভেবেই কুলকিনারা পান না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০৯:৪৪
Share:

প্রতীকী ছবি।

বিয়ের বেনারসি বাক্সবন্দি করে তুলে রাখা। প্রথম বিবাহবার্ষিকীর জামদানিও পরা হয়নি বহু কাল। মা-কাকিমার উপহার দেওয়া কাঞ্জিভরমের পাট ভেঙেও তা ফের গায়ে চড়েনি। ফলে আলমারির এক কোণায় অবহেলায় থেকে যায় এগুলো। কালেভদ্রে তা বের করলেও রং-চটা সেই সব শাড়ির জৌলুস তখন ম্লান। সে সব পুরনো শাড়ি নিয়ে কী করবেন তা ভেবেই কুলকিনারা পান না। পুরনো শাড়ি ফেলে না রেখে তা কিন্তু কাজে লাগাতে পারেন। ডিজাইনের সামান্য অদলবদল ঘটিয়ে পুরনো শাড়ি দিয়ে বদলে ফেলুন অন্দরমহল থেকে শুরু করে আপনার পোশাকআশাক। এমন কতগুলি আইডিয়ার হদিশ রইল গ্যালারিতে।

Advertisement

আরও পড়ুন: গবেষকরা বলছেন জীবনে প্রেম আসে দু’বার, তবে…

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন