spray

জামায় প্রায়ই ধরে যায় পারফিউমের দাগ? এ সব কৌশলেই সমস্যা মিটবে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৭:৫০
Share:

শৌখিন সাজের অন্যতম হাতিয়ার সুগন্ধী। ছবি: পিক্সঅ্যাবে।

উৎসবের মরসুম মানে কেবল নতুন পোশাকই নয়, তার সঙ্গে পছন্দের সুগন্ধিরও খোঁজ শুরু হয়ে যায় পুরোদমে। নারী-পুরুষ নির্বিশেষ সুগন্ধির প্রতি আসক্তি অনেকেরই আছে।

Advertisement

এমনিতেই শরীরে ঘামের দর্গন্ধ রুখতে সুগন্ধির জুড়ি নেই, কিন্তু ভুল পদ্ধতিতে ব্যবহারের জন্য দামী পোশাকের উপর সুগন্ধি ব্যবহারের দাগ ধরে যায়। ঘামে ভেজা জামা বাড়িতে এসে শুকোলেই পোশাকে সাদা সাদা দাগ দেখা যায় সুগন্ধি স্প্রে করা জায়গায়। কিছু তীব্র রাসায়নিক ব্যবহার করা সুগন্ধিও আছে। যাদের দাগ একবার লাগলে সহজে উঠতেও চায় না পোশাক থেকে।

তবে কয়েকটি বিশেষ কৌশল মেনে চললেই এমন সমস্যা থেকে রেহাই মিলবে সহজেই। জানেন সে সব কী কী?

Advertisement

আরও পড়ুন: কফি খাওয়ার অভ্যাস আছে? জানেন এটি ক্ষতিকারক কি না?

পারফিউমের বদলে বডি স্প্রে ব্যবহারে করুন বেশি। তবে খেয়াল রাখবেন, বডি স্প্রে লাগানোর পরেই জামা পরবেন না। তা শরীরেরই শুকোতে দিন কিছুটা সময়। তার পর পোশাক পরুন। এতে পোশাকে দাগ ধরবে না। এর পরেও দাগ দূর না হলে বদলান সুগন্ধি।

সুগন্ধির দাগ ধরে যাওয়া পোশাক পরিষ্কারেরও কিছু নিয়ম আছে। ডিটারজেন্টের ক্ষারে পোশাক নষ্ট হয় তাড়াতাড়ি। তাই দাগ লাগলেই তাকে ডিটারজেন্টে ডোবাবেন না। বরং দাগ লাগা অংশগুলি একটি নরম কাপড় দিয়ে মুছে নিন৷ তার পর তা খোলা হাওয়ায় শুকোতে দিন কিছু ক্ষণ।

আরও পড়ুন: লবঙ্গ রাখেন না রান্নাঘরে? কী ক্ষতি করছেন জানেন?

এর পর স্কিন টোনার লাগিয়ে রাখুন কিছু ক্ষণ। এ বার ফের হাওয়ায় শুকিয়ে কাচুন। ডিওড্রেন্টের নাছোড় দাগ উঠবে সহজেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement