LADDU

গণেশ চতুর্থীতে বাড়িতেই বানিয়ে ফেলুন মনের মতো লাড্ডু

বাঙালির পেটপুজোয় বরাবরই মিষ্টির কদর আছে। তাই গণেশ চতুর্থীর দিন বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারেন মিষ্টি তা হলে তো কথাই নেই! লাড্ডুর সেরা কারিগরদের অন্যতম রিষড়ার ‘ফেলু মোদক’ আনন্দবাজার ডিজাটালের সঙ্গে ভাগ করে নিলেন তাঁদের লাড্ডুর রেসিপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২২
Share:

গণেশ চতুর্থীর সেরা খাবার। ছবি: শাটারস্টক।

গণেশ চতুর্থীর দিনে হেঁশেলে যদি লাড্ডুর সুবাস না ছড়াল তা হলে আর ভোজনরসিক কীসের? বাঙালির পেটপুজোয় বরাবরই মিষ্টির কদর আছে। তাই গণেশ চতুর্থীর দিন বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারেন মিষ্টি তা হলে তো কথাই নেই!

Advertisement

গণেশ চতুর্থী মানেই লাড্ডু। মোতিচুর, বেসন, মুগ নানাবিধ উপাদান দিয়েই তৈরি করতে পারেন এই লাড্ডু। তবে মনের মতো লাড্ডু বানাতে চাইলে কিন্তু রেসিপি-ও ততটাই জোরদার হওয়া চাই।

লাড্ডুর সেরা কারিগরদের অন্যতম রিষড়ার ‘ফেলু মোদক’ আনন্দবাজার ডিজাটালের সঙ্গে ভাগ করে নিলেন তাঁদের লাড্ডুর রেসিপি। দেখে নিন, আর চটপট বানিয়ে ফেলুন বাড়িতেই।

Advertisement

আরও পড়ুন

বয়ামের শক্ত ঢাকনা খুলতে পারছেন না? দেখে নিন সমাধান​

উপকরণ:

মটর বেসন

চিনির রস

খোয়া ক্ষীর

কাজুবাদাম

কিসমিস

বড় এলাচের দানা

জয়ত্রী

জায়ফল

আরও পড়ুন

ধাপে ধাপে রসমালাই রেসিপি

প্রণালী:

মটর বেসন ফেটিয়ে তাতে খাবারের রং মিশিয়ে বোঁদের ঝারা অথবা ফুটো করা ছাঞ্চা দিয়ে ভেজে নিন তেলে। ভাজা বেসনের টুকরোগুলোকে ভিজিয়ে রাখুন চিনির রসে। এর পর এতে খোয়া ক্ষীর, জয়ত্রী, জায়ফল গুঁড়ো, কাজু-কিসমিস মেশান। বড় এলাচের দানাও মেশান এতে। এ বার চিনির রস ঘন করে নিয়ে সেই রসের মাধ্যমেই লাড্ডুর আকারে পাকান এই মিশ্রণ।

তা হলেই তৈরি আপনার পছন্দের লাড্ডু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন