সারা শরীরে ট্যাটু, বাদ শুধু পায়ের দুটো পাতা

তবে এখন এই অবস্থা হলেও উল্ফগ্যাং জীবনের প্রথম ট্যাটু করিয়েছিলেন ৪৬ বছর বয়সে। সেটাও ছিল চোখের তলায় ছোট দুটো ট্যাটু।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ১৯:৩৬
Share:

জার্মানির উল্ফগ্যাং, দেশের সবচেয়ে ট্যাটু-ধারী মানুষ। ছবি: ইনস্টাগ্রাম

শরীরের ৯৮ শতাংশই ট্যাটু বা উল্কিতে ভর্তি। বাদ বলতে শুধু পায়ের দুটো পাতার কিছু অংশ। এমনই এক মানুষের সন্ধান পাওয়া গেল জার্মানিতে। ৭২ বছরের উল্ফগ্যাং কির্শ। ওই দেশের সব চেয়ে বড় উল্কি-ধারীর স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

তবে এখন এই অবস্থা হলেও উল্ফগ্যাং জীবনের প্রথম ট্যাটু করিয়েছিলেন ৪৬ বছর বয়সে। সেটাও ছিল চোখের তলায় ছোট দুটো ট্যাটু। বার্লিন প্রাচীরের পতনের স্মৃতিতে সেই উল্কি বানান তিনি।

নিজেকে ‘ম্যাগনিটো’ বলে পরিচয় দেওয়া এই মানুষটি জানিয়েছেন, শুধুমাত্র ট্যাটুর কারণে তিনি এতটাই জনপ্রিয়, রাস্তায় বেরলে অনেকেই তাঁর সই চাইতে আসেন। ট্যাটুর পিছনে সব মিলিয়ে ২৫ হাজার ইউরো খরচ করেছেন তিনি। ভারতীয় অঙ্কে তা প্রায় ২১ লক্ষ টাকার চেয়েও বেশি। ট্যাটু-শিল্পীর সূচের তলায় কাটিয়েছেন জীবনের ৭২০ ঘণ্টা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন