রোদ পোহান, ব্লাড ক্যানসারের ঝুঁকি কমান

আমাদের দেশে বহুকাল থেকেই তেল মেখে রোদ পোহানোর রেওয়াজ। বিচে শুয়ে রোদ পোহানো, রোদে গরম জলে স্নান করলে যে শরীর ভাল থাকে সে কথাও কারও অজানা নয়। এমনকী, সূর্যের আলোয় রাখা হালকা গরম জল নাকি ব্যাকটেরিয়া মুক্ত থাকে বহুক্ষণ। তবে জানেন কি ব্লাড ক্যানসার রোধ করতেও সাহায্য করে সূর্যরশ্মি?

Advertisement
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১৮:৪১
Share:

আমাদের দেশে বহুকাল থেকেই তেল মেখে রোদ পোহানোর রেওয়াজ। বিচে শুয়ে রোদ পোহানো, রোদে গরম জলে স্নান করলে যে শরীর ভাল থাকে সে কথাও কারও অজানা নয়। এমনকী, সূর্যের আলোয় রাখা হালকা গরম জল নাকি ব্যাকটেরিয়া মুক্ত থাকে বহুক্ষণ। তবে জানেন কি ব্লাড ক্যানসার রোধ করতেও সাহায্য করে সূর্যরশ্মি? এমনটা দাবি করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সান দিয়েগো স্কুল অফ মেডিসিনের অধ্যাপক সেড্রিক গারল্যান্ড।

Advertisement

বিশ্বের মোট ১৭২টি দেশে ক্যানসারের প্রকোপ বাড়ার খতিয়ান থেকে গবেষকরা দেখেছেন পাহাড়ি এলাকা, অধিক উচ্চতায় বসবাসকারী মানুষদের মধ্যে লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। গারল্যান্ড জানান, গবেষণায় দেখা গিয়েছে উচ্চতর জায়গার বাসিন্দাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। সমীক্ষা বলছে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, চিলু, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণত সবচেয়ে বেশি। অন্যদিকে, বলিভিয়া, সামোয়া, মাদাগাসকর ও নাইজিরিয়ায় ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে কম দেখা যায়।

গারল্যান্ড জানান, ‘‘ভিটামিন ডি-র অভাব লিউকোমিয়ার অন্যতম কারণ। বিষুবরেখা থেকে দূরত্ব যত বাড়ে সরাসরি সূর্যরশ্মির প্রভাব তত কমে যায়। আলট্রাভায়োলেট বি(ইউভিবি) রশ্মির অভাবে রক্সে ভিটামিন ডি মেটাবলিজমের মাত্রা কমে। ফলে লিউকোমিয়ার ঝুঁকি বাড়ে।’’

Advertisement

পিএলওএস ওয়ান অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।

রেগুলার সেক্স কমায় প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement