Lifestyle News

ভ্যালেন্টাইন’স ডে-র উপহারে থাক গোল্ডেন টাচ

ভ্যালেন্টাইন’স ডে-তে প্রেমিকাকে সোনালি উপহার দিতে সকলেই চান। কিন্তু সোনা কেনার বাজেটের কথা ভেবে পিছিয়ে আসেন অনেকেই। তাহলে জেনে নিন ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে শহরের সমস্ত গয়নার দোকানেই এসে গিয়েছে স্পেশাল কালেকশন।

Advertisement

মধুবন্তী রক্ষিত

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৮
Share:

ভ্যালেন্টাইন’স ডে-তে প্রেমিকাকে সোনালি উপহার দিতে সকলেই চান। কিন্তু সোনা কেনার বাজেটের কথা ভেবে পিছিয়ে আসেন অনেকেই। তাহলে জেনে নিন ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে শহরের সমস্ত গয়নার দোকানেই এসে গিয়েছে স্পেশাল কালেকশন। প্রেম দিবসে বান্ধবীকে উপহার দিতে পারেন এই সব হালকা অথচ অভিনব ডিজাইনের গয়না। দামটাও একেবারেই আয়ত্তের মধ্যে।

Advertisement

পি সি চন্দ্র জুয়েলার্স

জেন ওয়াইয়ের কথা মাথায় রেখে এ বছর পি সি চন্দ্র জুয়েলার্স তাদের ভ্যালেন্টাইন’স কালেকশন নিয়ে শুধুমাত্র অনলাইন মার্কেটপ্লেসে। কাজের ব্যস্ততার মাঝেও যাতে নিজের সুবিধা ও পছন্দ মতো ওয়েবসাইট দেখেই কিনে নিতে পারেন খাঁটি সোনার গয়না। পি সি চন্দ্রের ভ্যালেন্টাইন’স ডে কালেকশনে পাবেন ১৪,১৮ এবং ২২ ক্যারাট সোনা ও হিরের গয়না। পাবেন আকর্ষণীয় পেন্ডেন্ট, কানের দুল ও আংটি। দাম শুরু ২,৫০০ টাকা থেকে।

Advertisement

পি সি চন্দ্র জুয়েলার্সের ভ্যালেন্টাইন’স কালেকশন

অঞ্জলি জুয়েলার্স

প্রতি বছরের মতো এই বছরও অঞ্জলিতে থাকছে ভ্যালেন্টাইন’স কালেকশন। আকর্ষণীয় ডিজাইন এবং তার থেকেও আকর্ষণীয় দামে অনায়াসে পেয়ে যাবেন ভ্যালেন্টাইন’স ডে উপহার। সোন বা হিরের গয়না আপনার বাজেটের বাইরে হলে ঘাবড়ানোর কিছু নেই। অঞ্জলিতে পাবেন আপনার বাজেটের মধ্যেই খাঁটি রুপো ও বিভিন্ন ধরনের কস্টিউম জুয়েলারিও।

সোনার পেন্ডেন্ট পাবেন ২,১৫০ টাকায়। যদি সোনার চেনে লাগানো পেন্ডেন্ট কিনতে চান তাহলে পেয়ে যাবেন ৪,২০০ টাকায়। এ ছাড়াও রয়েছে ডায়মন্ড পেন্ডেন্ট, কানের দুল, আংটি, অ্যাঙ্কলেট ও নাকছাবি। মাত্র ২,৫০০ টাকায় পাবেন হিরের নোজপিন। অঞ্জলি জুয়েলার্সের যে কোনও শোরুমেই পেয়ে যাবেন তাদের ভ্যালেন্টাইন’স কালেকশন ‘মেরি জান’।

শ্যাম সুন্দর কো জুয়েলার্স

এই বছর ভ্যালেন্টাইন’স ডে-তে শ্যাম সুন্দর কো জুয়েলার্স জোর দিয়েছে হালকা ওজনের হিরের গয়নার উপর। ১০ হাজার থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন’স ডে হিরে কালেকশন। এ ছাড়াও রয়েছে সাড়ে ৪ গ্রাম থেকে শুরু হালকা সোনার চেন এবং পেন্ডেন্টের সেট। আকর্ষণীয় ডিজাইন ও বাজেট ফ্রেন্ডলি দাম মিলিয়ে এদের ভ্যালেন্টাইন’স ডে কালেকশন।

শ্যাম সুন্দর কো জুয়েলার্সের কালেকশন

এ ছাড়াও রয়েছে কেনাকাটা ও গয়নার মজুরির উপর বিশেষ ছাড়। লাকি ড্র-এর মাধ্যমে পুরষ্কার ঘোষণাও করা হবে। প্রত্যেক কেনাকাটার সঙ্গে রয়েছে বিশেষ উপহারও রয়েছে।

শ্যাম সুন্দর কো জুয়েলার্সের কালেকশন

কালকেই ভ্যালেন্টাইন’স ডে। হাতে আর বেশি সময় নেই। তাই আজই কিনে রাখুন পছন্দের উপহার।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে কাটান একটু অন্য ভাবে, জেনে নিন আইডিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement