Home Decoration Tips

বাড়ির সামনের এক ফালি ফাঁকা জায়গা সাজাবেন? ৩ ভুলে সেই সজ্জা নষ্ট হতে পারে?

বাড়ির সামনের অংশ সাজাতে গিয়ে ভুল করে ফেলছেন কি? পরিকল্পনার ভুলে গৃহের বহির্সজ্জা নষ্ট হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৯:৫৫
Share:

বাড়ির সামনের জায়গাটি সাজানোর সময় সহজ ভুল এড়িয়ে চলুন। ছবি: সংগৃহীত।

বাড়ির সামনে ছোট্ট একফালি খোলা জায়গা থাকলে, মনের মতো করে সাজিয়ে তোলা যায় তাকে। সঠিক ভাবে সাজালে তা যেমন দেখতে ভাল লাগে, তেমনই ভুল সজ্জা সমস্ত সৌন্দর্য মাটি করে দিতে পারে। বাড়ির সামনের অংশ সাজানোর সময় কোন ভুল এড়ানো দরকার?

Advertisement

১। বাড়ির সামনের অংশে মূর্তি, নানা রকম মডেল, গাছপালা রেখে অনেকে জবরজং করে ফেলেন। বহির্সজ্জা নিয়ে কাজ করা শিল্পীরা বলছেন, অতিরিক্ত সাজসজ্জা নয়, বরং পরিচ্ছন্ন স্থান, মসৃণ ঘাসের চাদর, উপযুক্ত স্থানে লাগানো গাছপালা অনেক বেশি মনোগ্রাহী হতে পারে।

২। বাড়ির একেবারে বাইরের দরজা বা মূল প্রবেশদ্বারটি কিন্তু সকলের চোখে পড়ে। সেই দরজা নিয়ে ভাবনাচিন্তা থাকা উচিত। অনেক সময় দেখা যায়, দরজার সঙ্গে মানানসই নয়, এমন হাতল বা দরজা সাজানোর শৌখিন জিনিস আটকে দেওয়া হয়েছে। তা কিন্তু মোটেই শোভা বৃদ্ধি করে না।

Advertisement

৩। বাড়ির সামনের জায়গাটিতে পরিকল্পনা করে যদি গাছ লাগানো যায় তা যেমন দেখতে ভাল লাগে, তেমনই বাড়ির সৌন্দর্য নষ্ট হতে পারে, গাছগুলির অযত্ন হলে। শুকিয়ে যাওয়া গাছ, এলোমেলো ভাবে বেড়ে ওঠা ঝোপ হয়ে গেলে মোটেই তা বাড়ির শোভাবর্ধন করে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement