Lawn Creating Tips

বাড়ির সামনে এক চিলতে উঠোন ঢাকুক ঘাসের চাদরে, কী ভাবে তৈরি করবেন সবুজ উদ্যান

বাড়ির ছোট্ট জায়গাটি পরিষ্কার করে বদলে দিন সবুজ উদ্যানে। প্রক্রিয়া জটিল বা কঠিন নয়। তবে সময়সাপেক্ষ। কী ভাবে ভোলবদল সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২০:২৩
Share:

বাড়ির সামনেই হোক সবুজ মোড়া ঘাসের চাদর। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাড়ির সামনে এক চিলতে জায়গা? সেই জায়গা না বাঁধিয়ে করে তুলুন সবুজ। নরম ঘাসের বিছানায় গা এলিয়ে বসার আনন্দই আলাদা। বাড়িতে ছোট সদস্য থাকলে খেলতে পারবে তারাও। বদলে যাবে বাড়ির চেহারা। কী ভাবে এই রূপবদল সম্ভব?

Advertisement

১। প্রথমেই জমিতে ইট-পাথর থাকলে পরিষ্কার করিয়ে নিন। মাটি যদি ভাল না থাকে, একপ্রস্ত দোআঁশ মাটি ফেলাতে পারেন। এতে যে কোনও গাছই ভাল হবে। গোবর সার মিশিয়ে, মাটি প্রস্তুত করে রাখুন।

২। নার্সারি থেকে প্রাকৃতিক ঘাসের গালিচা বা বর্গাকার চাপড়া কিনে আনুন। মেক্সিকান ঘাস ভারতীয় আবহাওয়ায় ভাল হয়। নার্সারি থেকে পরামর্শ নিন, কী ভাবে তা পাততে হবে বা যত্ন করতে হবে।

Advertisement

৩। ঘাসের শিকড় মাটিতে এক বার চারিয়ে গেলেই আর সমস্যা নেই। ঘাস বাড়বে দ্রুত। তবে সেই ঘাস পরিচর্যা করা খুব জরুরি। নিয়ম করে জল দিতে হবে। আবার একটু বাড়লেই সমান করে ছেঁটে ফেলতে হবে। এ জন্য যন্ত্র পাওয়া যায়।

৪। ঘাসের চাদর ভাল ভাবে মাটি ঢেকে ফেললেই, উন্মুক্ত জায়গার ধার বরাবর পছন্দের ছোটখাটো বাহারি গাছ লাগিয়ে নিন। ঘাসের পাশাপাশি গাছগুলি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছাঁটতে হবে। না হলে সবুজ উদ্যানের বাহার কমবে।

৫। বড় কোনও গাছগাছালি থাকলে পাখির খাবার দেওয়ার, স্নান করার পাত্র রাখুন। ব্যবহার করুন জৈব সার। ফুলের গাছ বসালে এবং রাসায়নিকের ব্যবহার এড়ালে উদ্যানে পাখি-প্রজাপতির আনাগোনার পথ সুগম হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement