cleaning mistakes

রোজের ব্যবহারের সব জিনিস জল দিয়ে ধুচ্ছেন? কোন ৫ জিনিস এ ভাবে পরিষ্কার করলেই ক্ষতি?

বাড়ি পরিষ্কার করতে জলের ব্যবহার অপরিহার্য। কিন্তু নিত্যব্যবহার্য সামগ্রীর মধ্যে এমন বহু জিনিস রয়েছে, যা জল দিয়ে পরিষ্কার করলে তা আর টেকসই থাকে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৪:৪৭
Share:

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

ঘরবাড়ি পরিষ্কার রাখতে জল অপরিহার্য। কিন্তু বাড়িতে এমন অনেক জিনিস থাকে, যা পরিষ্কার করতে জল ব্যবহার করা উচিত নয়। কারণ, জলের ব্যবহারে তাদের আয়ু কমে আসে।

Advertisement

১) বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রের (যেমন ফ্রিজ, মাইক্রোঅয়েভ অভেন, স্পিকার ইত্যাদি) বাইরের অংশ পরিষ্কার করতে গিয়ে অনেকেই ভেজানো কাপড় ব্যবহার করেন। মনে রাখতে হবে, সামান্যতম জল প্রবেশ করলে যন্ত্রটি বিকল হতে পারে। পরিবর্তে কোনও ক্লিনার বা ব্রাশ ব্যবহার করা যেতে পারে। তার পর মাইক্রোফাইবার কাপড় দিয়ে তা মুছে শুকিয়ে নেওয়া উচিত।

বাড়িতে বৈদ্যুতিন যন্ত্র জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। ছবি: সংগৃহীত।

২) কাঠের আসবাবপত্র কখনওই জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। বিভিন্ন কাঠের ধরন আলাদা। কাঠের আসবাবে নিয়মিত জল ব্যবহার করলে তা বেঁকে যেতে পারে। কারণ ক্রমাগত জল ব্যবহার করলে কাঠের উপরের পালিশ বা সুরক্ষিত স্তরটি নষ্ট হয়ে যায়। তার পর কাঠের সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁকে জল ঢুকে জমে থাকে। তার ফলে কাঠ পচেও যেতে পারে। কাঠের আসবাব পরিষ্কার করার জন্য ‘উড ক্লিনার’ ব্যবহার করা উচিত।

Advertisement

৩) পিতল এবং রুপোর বাসন কখনও জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। জল দিয়ে পরিষ্কার করা হলে পিতল এবং রুপোর উজ্জ্বলতা কমে যায়। ফলে সময়ের সঙ্গে পিতল কালো এবং রুপো হলদে হয়ে যায়। পিতল, তামা বা রুপোর জিনিসপত্র তাদের জন্য তৈরি নির্দিষ্ট ক্লিনারের সাহায্যেই পরিষ্কার করা উচিত।

বাড়িতে কাঠ, পিতল এবং চামড়ার জিনিস জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। ছবি: সংগৃহীত।

৪) চামড়ার সোফা বা ভেলভেটের কোনও পর্দা জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। জল থেকে চামড়ায় ছত্রাক তৈরি হতে পারে, তার ফলে চামড়া খারাপ হয়ে যায়। অন্য দিকে ভেলভেটের জৌলুস নষ্ট করে দিতে পারে জল।

৫) আয়না বা আসবাবের কাচের অংশ অনেকেই জল এবং সাবান দিয়ে পরিষ্কার করে থাকেন। কিন্তু তার ফলে কাচ সাময়িক ভাবে চকচক করে। শুকিয়ে গেলে তার উপরে দাগ বা ছোপ রয়ে যেতে পারে। বিশেষ করে জল দিয়ে পরিষ্কার করলে আয়না নষ্ট হয়ে যেতে পারে। বাজারে কাচ পরিষ্কার করার জন্য একাধিক তরল পাওয়া যায়। তেমনই কোনও একটি ক্লিনারের সাহায্যে কাচ পরিষ্কার করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement