Celebrity Home Decor

বলি তারকাদের বিলাসবহুল বাড়ির অন্দরমহল সাজাতে কত টাকা নেন গৌরী, সুজ়ানরা?

তারকারা মাঝেমধ্যেই সমাজমাধ্যমে নিজেদের বাড়ির কিছু ঝলক প্রকাশ্যে আনেন, যা দেখে মুগ্ধ হতেই হয়। তারকাদের বাড়িঘর সাজিয়ে দিতে কত টাকা নেন গৌরী, সুজ়ানরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৮:৫৬
Share:

গৌরী খান ও সুজ়ান খান। ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের অন্দরমহল নিয়ে অনুরাগীদের বিশাল আগ্রহ। বিলাসবহুল বসার ঘর থেকে শোয়ার ঘরের অন্দরসজ্জা, তারকারা মাঝেমধ্যেই সমাজমাধ্যমে নিজেদের বাড়ির কিছু ঝলক প্রকাশ্যে আনেন, যা দেখে মুগ্ধ হতেই হয়।

Advertisement

রণবীর কপূর থেকে ক্যাটরিনা কইফ, সিদ্ধার্থ মলহোত্র থেকে অনন্যা পাণ্ডে— বলিউডের একাধিক তারকার বাড়ির অন্দরসজ্জা ভাবনার পিছনে রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ়ান খানও মুম্বইয়ের অন্দরসজ্জা জগতে বেশ পরিচিত মুখ। তারকাদের বাড়িঘর সাজিয়ে দিতে কত টাকা নেন গৌরী, সুজ়ানরা?

এক সাক্ষাৎকারে সুজ়ান জানিয়েছিলেন যে, কোনও ফ্ল্যাটের বর্গফুট অনুযায়ী তাঁরা গ্রাহকদের থেকে টাকা নেন। সুজ়ান বলেন, ‘‘গ্রাহকের বাজেট, ফ্ল্যাটটির অবস্থান, কী ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে— সব কিছুর উপর নির্ভর করে একটা ২০০০ বর্গফুট ফ্ল্যাটের জন্য বর্গফুট পিছু ১,২০০ টাকা থেকে ২,০০০ টাকা আমরা নিয়ে থাকি। আমার সংস্থাকে দিয়ে মুম্বইয়ের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জা করাতে কমপক্ষে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা খরচ পড়বে।’’

Advertisement

অন্য দিকে, তারকাদের বাড়ির অন্দরসজ্জার জন্য পরামর্শ দিতে গৌরী খান কমপক্ষে ৬ লক্ষ টাকা নেন। গৌরী খানকে দিয়ে কোনও বিলাসবহুল ভিলার অন্দরসজ্জা করাতে খরচ পড়বে প্রায় ৩ কোটি থেকে ১০ কোটি টাকা। তাঁকে দিয়ে কোনও বাণিজ্যিক প্রজেক্ট করাতে খরচ পড়বে প্রায় ৫০ লক্ষ থেকে ২০ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement