পোথোস গাছে কতদিন অন্তর জল দেওয়া দরকার? ছবি: সংগৃহীত।
পানপাতার মতো পাতা। কিন্তু ঘন সবুজ নয়। তারই সঙ্গে হলুদের মিলমিশ বাড়িয়েছে পাতার বাহার। এই গাছের নামই পোথোস। অন্দরসজ্জায় যার কদর যথেষ্ট। গোল্ডেন, মার্বেল, জ়েড, নিয়ন— নানা ধরনের পোথোস রয়েছে। প্রায় প্রতিটি প্রজাতি জল এবং মাটি, দুই আধারেই বেড়ে ওঠে।
জলে পোথোস বড় করলে, তার নিয়ম আলাদা। তবে মাটিতে এই গাছ বড় হলে স্বাভাবিক ভাবেই জল দিতে হয়। কিন্তু জল দেবেন কত দিন অন্তর। বর্ষা এসে গিয়েছে। গাছের গোড়ায় জল বেশি হলে বা জল জমলে দু’দিনে গোড়া পচে মারা যেতে পারে গাছ। জেনে নিন, গাছটিতে জল দেওয়ার নিয়মকানুন।
গাছের পরিচর্যাকারীরা জানাচ্ছেন, মরসুম ভেদে জলের পরিমাণ এবং জল দেওয়ার মধ্যে দিনের ব্যবধান কম বা বেশি হবে। বর্ষায় সাধারণত এক বা দেড় সপ্তাহে এক বার জল দেওয়াই যথেষ্ট। গ্রীষ্মকালে অবশ্য এই ব্যবধান কমে যাবে। ৩-৪ দিন অন্তরও জল দেওয়ার দরকার হতে পারে। একই নিয়ম শীত কালেও। সবচেয়ে ভাল উপায় হল, টবের মাটি পরীক্ষা করে নেওয়া। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দিতে হবে। আঙুল দিয়ে মাটির ভিতরে ২ ইঞ্চি পর্যন্ত পরখ করে দেখুন। শুকিয়ে গেলে জল দিন। তবে টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল না হলে বিপদ।
কী ভাবে বুঝবেন গাছ জল চাইছে?
· পোথোসের টবের মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে।
· গাছের পাতা কোনও কারণে বাদামি হতে শুরু করলেও দেখা প্রয়োজন, জল ঠিকমতো পাচ্ছে কি না। উপযুক্ত আলো-হাওয়ার অভাবেও এমন লক্ষণ দেখা দিতে পারে।
· গাছের বৃদ্ধি খুবই ধীরে হওয়ার নেপথ্যেও জলাভাব থাকতে পারে।
জল বেশি দেওয়া হলে কোন লক্ষণ প্রকাশ পাবে?
· পোথোসের পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করলে বুঝতে হবে, মাটিতে জল জমছে বা জল বেশি দেওয়া হচ্ছে।
· সর্ব ক্ষণ মাটিতে ভিজে ভাব থাকলেও গাছের গোড়া পচতে পারে।
· স্যাঁতসেঁতে মাটির কারণে গাছে ছত্রাক আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ফলে গাছ রোগগ্রস্ত হলেও সতর্ক হওয়া দরকার।