(বাঁ দিকে) কপিল শর্মা, (ডান দিকে) স্মৃতি মন্ধানা। ছবি: সংগৃহীত।
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিল করেছেন ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানা। সুরকারের বিরুদ্ধে স্মৃতিকে ঠকানোর অভিযোগ। বিয়ের দিন সকালেই সব ভেস্তে যায় স্মৃতির। তার পরে বেশ কয়েক দিন প্রকাশ্যে আসেননি তিনি। কিন্তু, সময় তো থেমে থাকে না। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে তৈরি স্মৃতিও। বেশ কিছু অনুষ্ঠানে গিয়েছেন ইতিমধ্যেই। শুধু কপিল শর্মার অনুষ্ঠানেই অনীহা ক্রিকেটতারকার?
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় উদ্যাপনের জন্য একটি বিশেষ পর্বের আয়োজন করা হয় কপিল শর্মার অনুষ্ঠানে। সেখানেই হরমনপ্রীত, দীপ্তি শর্মা-সহ সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু, ছিলেন না শুধু স্মৃতি। এমনিতেই কপিল তাঁর অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে নানা ঠাট্টা-রসিকতা করে থাকেন। কখনও কখনও ব্যক্তিগত বিষয় নিয়েও রসিকতা করেন। সূত্রের খবর, পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিলের কারণেই নাকি স্মৃতি ওই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে কোনও ধরনের কাটাছেঁড়া চাইছেন না তিনি। সেই জন্যই সাবধানী স্মৃতি।