Washing Machine Cleaning Tips

নোংরা কাপড় ধুতে ধুতে ওয়াশিং মেশিন নিজেই অস্বাস্থ্যকর হয়ে ওঠে, মাত্র দু’টি উপকরণে পরিষ্কার করুন

ওয়াশিং মেশিনে যদি নিয়মিত ময়লা জামাকাপড় ধুতে দেওয়া হয়, সেই ময়লাগুলি জমে জমে যন্ত্রটিকে নষ্ট করতে পারে। অর্থাৎ যেটি পরিষ্কার করে, তারও পরিচ্ছন্ন থাকা দরকার। এখানে টপ লোড ওয়াশিং মেশিন পরিষ্কারের কৌশল জানানো হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৪:৩৩
Share:

ওয়াশিং মেশিন পরিষ্কার করুন সহজ কৌশলে। ছবি: সংগৃহীত।

জামাকাপড় ধোয়ার জন্য অনেকের বাড়িতেই ওয়াশিং মেশিন একমাত্র ভরসা। নোংরা, ধুলোময়লা সমেত কাপড়-জামা সব মেশিনে ফেলে দেওয়া হয়। ভর্তি করে সাবানও ঢালা হয় তাতে। কিন্তু কখনও কি এমন মনে হয়েছে যে, পরিষ্কারটা যেন যথেষ্ট হচ্ছে না? হয়তো আমল না দিয়ে ওই কাপড়গুলিই আবার ব্যবহার করে ফেলছেন। কিন্তু ভেবে দেখুন, যেটি পরিষ্কার করার জন্য ব্যবহার করছেন, সেটি আসলে একটি যন্ত্র। তাতে যদি নিয়মিত ময়লা জামাকাপড় ধুতে দেওয়া হয়, সেই ময়লাগুলি তো জমে জমে যন্ত্রটিকে নষ্ট করতে পারে। সব কি আর জলের সঙ্গে বেরিয়ে যেতে পারে? তা ছাড়া কাপড়ের তন্তু আটকে থাকে, ডিটারজেন্টের অবশিষ্টাংশও থেকে যায়, অর্থাৎ যেটি পরিষ্কার করে, তারও পরিচ্ছন্ন থাকা দরকার। আর তার জন্য দরকার ওয়াশিং মেশিন পরিষ্কার করার পদ্ধতি জেনে রাখা। এখানে টপ লোড ওয়াশিং মেশিন পরিষ্কারের কৌশল জানানো হল।

Advertisement

ওয়াশিং মেশিন পরিষ্কারের জন্য কী কী দরকার?

সাদা ভিনিগার

Advertisement

বেকিং সোডা

একটি পুরনো টুথব্রাশ বা নরম স্ক্রাব ব্রাশ

একটি পরিষ্কার মাইক্রোফাইবার যুক্ত কাপড়

গরম জল

লিন্ট ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা দরকার। ছবি: সংগৃহীত।

কী ভাবে পরিষ্কার করবেন, জানুন ধাপে ধাপে

· জল ভরে নিন ওয়াশিং মেশিনে। তাতে ৩-৪ কাপ সাদা ভিনিগার ঢেলে দিন। কয়েক মিনিটের জন্য ঘুরিয়ে নিন। তার পর থামিয়ে দিন। ঘণ্টাখানেক ভিনিগার মেশানো জল রেখে দিন। এটি পণ্যের অবশিষ্টাংশ আলগা হতে সাহায্য করবে এবং ব্যাক্টেরিয়া মেরে ফেলবে।

· এক ঘণ্টা পর ১ কাপ বেকিং সোডা মিশিয়ে ফের ‘স্পিন’ চালিয়ে দিন। ভিনিগার এবং বেকিং সোডা একজোটে ময়লা এবং দুর্গন্ধ দূর করবে।

· আর একটি পাত্রে গরম জল এবং ভিনিগার মিশিয়ে রাখুন। সেই মিশ্রণের সাহায্যে টুথব্রাশ দিয়ে ভিতরের রিম, ডিটারজেন্ট ড্রয়ার এবং ময়লা জমে থাকা যে কোনও ফাঁকফোকর ঘষে পরিষ্কার করুন। একটি ভেজা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মেশিনের ঢাকনা, বোতাম এবং বাইরের অংশ মুছে ফেলুন।

· মেশিনে সাধারণত লিন্ট ফিল্টার থাকে, যেখানে জামাকাপড়ের তন্তুগুলি জমা হয়। তা হলে সেটি বার করে গরম জল এবং সাবান দিয়ে পরিষ্কার করুন।

· সম্ভব হলে, ড্রেনেজ পাইপে কোনও কিছু আটকে রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখুন।

· সব পরিষ্কার হয়ে গেলে, ঢাকনাটি কয়েক ঘণ্টা খোলা রাখুন। যাতে ড্রামটি পুরোপুরি শুকিয়ে যেতে পারে। নয়তো ছত্রাক জন্মাতে পারে।

মাসে মাত্র এক বার টপ লোড ওয়াশিং মেশিন পরিষ্কার করলে যন্ত্রের কার্যকারিতা বজায় থাকবে এবং ধোয়া জামাকাপড় তাজা, সুগন্ধযুক্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement