Removing Pests from Home

৫টি ভুলে অজান্তেই ঘরে ডাকছেন আরশোলাদের! অবহেলা না করে শুধরে ফেলুন দ্রুত

নিজেদেরই কিছু অভ্যাসের ফলে ঘরে যত্রতত্র পোকামাকড়ের বাস। জেনে নিন কোন কোন ভুলের কারণে বাড়িতে অযাচিত অতিথির ভিড় জমছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:৩৯
Share:

বাড়িতে পোকামাকড়ের বাস! ছবি: এআই।

রোজ ঘর মুছছেন, ধুলো ঝাড়ছেন, তা-ও এত আরশোলার বাস! যত্রতত্র পোকামাকড় বাড়তে থাকলে পরিবারের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে। জীবাণু নাশ করতে ঘটা করে পেশাদারদের ডাকার প্রয়োজন নেই। নিজেদেরই কিছু অভ্যাসের ফলে আজ এই পরিণতি। তবে দ্রুত সেই ভুলগুলি চিহ্নিত করে শুধরে ফেলুন। জেনে নিন কোন কোন অভ্যাসের কারণে বাড়িতে অযাচিত অতিথির ভিড় জমছে।

Advertisement

১. খাবারের টুকরো, রান্নার সময়ে মশলা ইত্যাদি হেঁশেলে যত্রতত্র পড়ে থাকে। কেবল রান্নাঘর নয়, খাবার টেবিল, সোফা, যেখানে যেখানে খাওয়াদাওয়া চলে, সেখানেই এই সমস্যার সম্ভাবনা থেকে যায়। এমনকি চা-কফি-শরবত ছলকে পড়ারও ঝুঁকি থাকে। আর এগুলিই হল ইঁদুর, পিঁপড়ে, তেলাপোকা, আরশোলার খাদ্য। এই খাবারের সন্ধান পেয়ে তারা সেখানে উপস্থিত হয় এবং পরে বংশবৃদ্ধিও করতে শুরু করে। তাই রান্নার পর এবং খাওয়াদাওয়ার পর দেখতে হবে, কোথাও কোনও টুকরো পড়ে রয়েছে কি না। থাকলে তা সঙ্গে সঙ্গে তুলে জায়গাটি মুছে ফেলতে হবে।

২. রাতে খাওয়াদাওয়ার পর বাসন মাজতে ক্লান্ত লাগে। সকালের জন্য ফেলে রাখা হয় কাজটি। যাঁদের বাড়িতে পরিচারিকা রয়েছেন, তাঁদের অনেকে তো বাসন ধুয়ে রাখার কথা মাথাতেও আনেন না। ফলে সারা রাত সিঙ্কে বা খাবার টেবিলে স্তূপ হয়ে থাকে এঁটো বাসন। পোকামাকড় আর্দ্রতা এবং খাদ্যকণার প্রতি আকৃষ্ট হয়ে হানা দেয় হেঁশেলে। তাই ঘুমোনোর আগে বাসন ধুয়ে, সিঙ্ক মুছে রাখা উচিত।

Advertisement

৩. পোষ্যের জন্য পরিবেশন করা খাবারের প্রতি লোভ রয়েছে পোকামাকড়েরও। আপনার পোষ্য খাওয়া শেষ করার পরেও অবশিষ্ট যা খাবারের টুকরো থাকে, তা দিয়ে ভোজন সারে আরশোলা, ইঁদুর, পিঁপড়েরা। তাই বাড়ি থেকে এই অতিথিদের বিতাড়িত করতে হলে পোষ্যের খাবার বাটি ধুয়ে ফেলতে হবে সঙ্গে সঙ্গে।

৪. অন্ধকার, অগোছালো এবং অপরিচ্ছন্ন জায়গা, ময়লা ভরা কোণ, কার্ডবোর্ডের বাক্সের স্তূপ ইত্যাদি তাদের জন্য আদর্শ আস্তানা। তেলাপোকা, মাকড়সা এবং উইপোকা এই ভুলে যাওয়া জায়গাগুলিতেই আশ্রয় নেয়। কার্ডবোর্ড আর্দ্রতা ধরে রাখতে পারে, তা ছাড়া পোকামাকড় সেগুলি সহজেই চিবিয়ে খেতে পারে, বাক্সে বাসাও বাঁধতে পারে। তাই ঘরে কার্ডবোর্ড থাকলে পোকামাকড়দের জন্য তা সুবর্ণসুযোগ। নিয়মিত আসবাবপত্র পরিষ্কার করা, আলমারি, খাটের পিছনে ভ্যাকুয়াম ক্লিনার অথবা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, কার্ডবোর্ডের পরিবর্তে প্লাস্টিকের স্টোরেজ বিন ব্যবহার করা দরকার।

বাড়ির গাছে অতিরিক্ত জল দিলে ছত্রাক, পোকামাকড়, মশা বৃদ্ধি পায়। ছবি: এআই।

৫. অতিরিক্ত জল দেওয়া কেবল গাছের জন্যই ক্ষতিকারক নয়, আপনার বাড়ির জন্যও সমস্যাজনক। মাটিতে অতিরিক্ত আর্দ্রতা বা টবের নীচের ট্রেতে জমে থাকা জল স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে। এর ফলে ছত্রাক, পোকামাকড়, মশা ইত্যাদির সুবিধা হয়। তাই গাছগুলিকে প্রয়োজনের অতিরিক্ত জল দেওয়া বন্ধ করে দিন। তা ছাড়া সঠিক নিষ্কাশন পদ্ধতির বন্দোবস্ত করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement