rust removal methods

মরচের কারণে শাওয়ারের মুখ বন্ধ হয়, তা পরিষ্কারে কাজে আসবে বাড়িতে ব্যবহৃত ৩ উপাদান

জলের আয়রন থেকে বাথরুমের লোহার তৈরি জিনিসে মরচে পরে। মরচের কারণে শাওয়ারের ফুটো বন্ধ হয়ে জলের গতিও কমে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:১৮
Share:

প্রতিনিধিত্বমূলক চিত্র। ছবি: সংগৃহীত।

বাড়িতে নিয়মিত শৌচালয় পরিষ্কার করলেও লোহার তৈরি কোনও জিনিস সমস্যায় ফেলতে পারে। তার মধ্যে অন্যতম শাওয়ার। শাওয়ারের যে অংশ দিয়ে জল বেরিয়ে আসে, সেই ছিদ্রগুলি জলের আয়রন এবং মরচের কারণে বন্ধ হয়ে যায়। ফলে নির্দিষ্ট সময়ান্তরে শাওয়ার দিয়ে নির্গত জলের গতিও কমে আসে। কিন্তু বাড়িতে সহজেই শাওয়ার পরিষ্কার করা যায়।

Advertisement

কী ভাবে পরিষ্কার করবেন?

১) ভিনিগার: সাদা ভিনিগারের মধ্যে অ্যাসিড থাকে, যা জংয়ের দাগ পরিষ্কার করতে পারে। একটি পাত্রে ভিনিগার নিন। শাওয়ারের মাথার অংশ খুলে নিয়ে তার মধ্যে ১ ঘন্টা চুবিয়ে রাখুন। তার পর কলের জলে ধুয়ে নিতে হবে।

Advertisement

২) বেকিং সোডা: বাড়িতে জল এবং বেকিং সোডার একটি ঘন মিশ্রণ তৈরি করুন। প্রথমে শাওয়ারের মুখটিতে ভাল করে মিশ্রণটি মাখিয়ে দিন। ১ ঘণ্টা পর একটি ব্রাশ দিয়ে মরচে ধরা অংশগুলি ঘষে নিতে হবে। তার পর জল দিয়ে ধুয়ে নিন।

৩) নুন এবং লেবু: বাড়িতে নুন এবং লেবু সহজেই পাওয়া য়ায়। প্রথমে শাওয়ারের মাথায় লেবুর রস মাখিয়ে দিন। তার ৩০ মিনিট পর নুন দিয়ে একটি ব্রাশের সাহায্যে মরচেগুলি ঘষে নিন। সব শেষে জল দিয়ে শাওয়ারের মুখ ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement