Sonakshi Sinha Home decor

বসার ঘরে বাইক, বারান্দায় মস্ত গর্ত! সোনাক্ষী-জ়াহিরের চোখধাঁধানো অন্দরমহলের ছবি প্রকাশ্যে

মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডের বিলাসবহুল বাড়ির ছবি প্রকাশ করলেন সোনাক্ষী। তারকার অন্দরমহলের চোখধাঁধানো সজ্জায় মুগ্ধ অনুরাগীরা। সামনে সমুদ্র, বিনা বাধায় আলো আর হাওয়ার খেলা, সঙ্গে সাবেক আর আধুনিক শিল্পের ছোঁয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৪:১৩
Share:

সোনাক্ষী-জ়াহিরের গৃহসজ্জা। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেত্রী সোনাক্ষী সিংহ এবং জ়াহির ইক্‌বালের স্বপ্নসৌধ। বিয়ের অনেক আগে থেকেই এই বাড়ির জন্য টাকা জমাতে শুরু করেছিলেন যুগল। নির্মীয়মান বাড়ির ইটকাঠ পাথরের ছবি দিতেন নিজের ভ্লগে। তার পর ৯ মাসের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে উৎসবের মরসুমে একেবারে বিলাসবহুল, সাজানো বাড়ির ছবি দেখলেন অনুরাগীরা। সেই বাড়িই এখন ‘ঘর’ হয়ে উঠেছে।

Advertisement

দীপাবলি উপলক্ষে মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডের বিলাসবহুল বাড়ির ছবি প্রকাশ করলেন সোনাক্ষী। তারকার অন্দরমহলের চোখধাঁধানো সজ্জায় মুগ্ধ অনুরাগীরা। সামনে সমুদ্র, বিনা বাধায় আলো আর হাওয়ার খেলা, সঙ্গে সাবেক আর আধুনিক শিল্পের ছোঁয়া। বেইজ ও সাদা টোনের মেঝে সারা বাড়িতে। একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যে চড়া রঙের খেলা। কোথাও পাথরের দেওয়াল, কোথাও বা কেবল বেইজ রং, কোনও ঘরে দেওয়াল জুড়ে চিত্রকলা। মাঝেমধ্যেই কাঠের কাজ চোখে পড়বে, তা সে ঘরের থাম হোক বা দেওয়ালের কিছু অংশ। কোথাও আবার কাঠ দিয়ে ছাদে কড়ি-বরগার নকল করা হয়েছে।

দম্পতির গৃহসজ্জা। ছবি: সোনাক্ষীর ইনস্টাগ্রাম।

বারান্দাতেই রয়েছে প্রথম চমক। আড্ডা দেওয়ার অভিনব বন্দোবস্ত করেছেন দম্পতি। মস্ত বারান্দায় তৈরি হয়েছে ডিম্বাকৃতি গর্ত। নরম কুশন দিয়ে সিমেন্টের গর্ত সাজানো হয়েছে। যেখানে নেমে বসে বন্ধুদের সঙ্গে গল্প করে সময় কাটানো যায় অথবা রোম্যান্টিক সন্ধ্যা কাটানো যায় সমুদ্র দেখতে দেখতে।

Advertisement

বারান্দায় আড্ডা দেওয়ার জায়গা। ছবি: সোনাক্ষীর ইউটিউব চ্যানেল।

ঘর জুড়ে কাঠের রং, শান্ত আলো আর খোলা জানালা সমুদ্রের হাওয়া। পাশাপাশি, অভিনব ওয়াল আর্ট, উজ্জ্বল রঙের চিত্র ও গ্রাফিক প্রিন্ট। গোটা বাড়ির চরিত্র ফুটিয়ে তুলতে প্রতিটি ঘরের জন্য বিশেষ বিশেষ থিমের ভাবনা ভেবেছেন অন্দরসজ্জাশিল্পী পায়েল মাকওয়ানা।

সোনাক্ষীর স্বপ্নসৌধ। ছবি: সোনাক্ষীর ইনস্টাগ্রাম।

কিন্তু সেই থিমের গল্প প্রবাহিত হয়েছে এক একটি ঘরে। আর তাই বাড়ি বানানোর সময়ে কোনও রেখা সমাপ্ত করা হয়নি। একটি ঘর থেকে সেই রেখা অন্য ঘরে প্রবাহিত। একই সঙ্গে ধারালো প্রান্তের বদলে চেষ্টা করা হয়েছে কোমল রাখার। প্রমাণ পাওয়া যাবে বাথরুমের আয়না দেখলেই। এমনই রুচিশীল সজ্জায় চোখে আরাম মেলে।

তারকাদম্পতির বাথরুম। ছবি: সোনাক্ষীর ইউটিউব চ্যানেল।

জ়াহিরের ছোটবেলার শখ পূরণ হয়েছে বসার ঘরে। ঠিক মাঝখানে রয়েছে একটি আসল মোটর বাইক। শোয়ার ঘরে রয়েছে নরম আলো, সাদামাঠা অথচ আভিজাত্যপূর্ণ সাজ। মেঝে থেকে ছাদ পর্যন্ত বড় জানালায় ভেসে আসে সকালের আলো।

সেনাক্ষী-জ়াহিরের নতুন বাড়ি। ছবি: সোনাক্ষীর ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম।

রান্নাঘরটি খোলা ও আধুনিক ভাবনায় সজ্জিত। কাঠ ও ধাতব শেডের মিশ্রণে তৈরি। প্রতিটি কোনায় রয়েছে সূক্ষ্ম নকশার ছোঁয়া। সবচেয়ে মনকাড়া তাঁর স্নানঘর। প্রাকৃতিক পাথরের টেক্সচার, কাঠের প্যানেল, প্রশস্ত আয়না আর আরামদায়ক স্নানের জায়গা। যেন স্পায়ের দুর্দান্ত বন্দোবস্ত।

যুগলের ব্যক্তিত্বের স্পষ্ট মেলবন্ধন দেখা যাবে তাঁদের মস্ত এই প্রাসাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement