How to Store Lettuce

স্যান্ডউইচে দেবেন বলে লেটুস কিনেছেন, কিন্তু দু’দিনেই তা নেতিয়ে পড়েছে! কী করবেন?

গেরস্ত বাড়িতে তৈরি সাধারণ স্যান্ডউইচে লেটুস দেওয়ার বিশেষ চল নেই। কিন্তু চ্যালেঞ্জ তো সেখানেই। বাড়ির স্যান্ডউইচ, কিন্তু হতে হবে রেস্তরাঁর মতো। নেতিয়ে পড়া লেটুস যদি প্রথমেই কাজ পণ্ড করে দেয়, তা হলে কী উপায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭
Share:

লেটুস সতেজ রাখবেন কী করে? ছবি: সংগৃহীত।

বাড়িতেই রেস্তরাঁর মতো গ্রিল্‌ড চিকেন স্যান্ডউইচ বানাবেন। তার জন্য যা যা প্রয়োজন আগে থেকে সবই ব্যবস্থা করে রেখেছেন। স্যান্ডউইচ ব্রেড, মাখন, মেয়োনিজ় হাতের কাছেই আছে। হাড় ছাড়ানো মুরগির মাংস সেদ্ধ করে রেখেছেন। শসা, টম্যাটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ— মিহি করে গ্রেট করে রেখেছেন। ফ্রিজে লেটুসও আছে। ব্যস, তা হলে আর চিন্তা কী?

Advertisement

বিপদে পড়লেন স্যান্ডউইচ বানাতে গিয়ে! অন্যান্য সব উপকরণ ঠিকঠাক থাকলেও সুন্দর, সতেজ লেটুসগুলি নেতিয়ে জলে ভেজা চিঁড়ের মতো হয়ে গিয়েছে। পাউরুটির উপর কোনও ভাবেই তাকে সাজিয়ে রাখা যাচ্ছে না। পাতার সেই মচমচে ভাবটাই আর নেই। অথচ আগের দিন বাজার থেকে যখন কিনে আনলেন, তখন দিব্য ছিল। কার ভুলে এমনটা হল বলুন তো?

ফ্রিজে লেটুস রাখারও নিয়ম আছে। জেনে নিন কী ভাবে রাখলে তা দীর্ঘ সময় ভাল থাকবে:

Advertisement

১) বাজার থেকে কেনা লেটুস পাতা যদি বাড়ি এনে ধুতেও হয়, তা হলে ফ্রিজে তোলার আগে তা ভাল করে শুকনো করে নিন। প্রথমে পাতলা সুতির কাপড় দিয়ে পাতাগুলি ভাল করে মুছে নিন। তার পর পেপার ন্যাপকিন বা টিস্যু পেপারে মুড়িয়ে রাখুন কিছু ক্ষণ।

২) ফ্রিজের এমন তাকে লেটুসগুলি রাখুন, যেখানে আর্দ্রতা বেশি। সরাসরি ঠান্ডা হাওয়া আসে এমন জায়গায় শাকপাতা রাখলে তা সহজেই নেতিয়ে পড়ে। রেফ্রিজারেটর যে হেতু ময়েশ্চার টেনে নেয়, তাই লেটুস খুব তাড়াতাড়ি জলশূন্য হয়ে যেতে পারে।

৩) লেটুসের গোড়া থেকে পাতাগুলি আলাদা না করে, বরং ভিজে কাপড় মুড়িয়েও রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে লেটুসের গোড়ায় যেন খুব বেশি পরিমাণ জল না লাগে। গাছের মূল বা গোড়া অক্ষত থাকলে অনেক সময়ে পাতাগুলিও সতেজ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement