ছবি: সংগৃহীত।
দখিন দুয়ার খুলে বসন্ত এসে গিয়েছে। ঋতুরাজকে স্বাগত জানিয়ে রঙিন ফুল-পাতায় সেজেছে প্রকৃতিও। কিন্তু শহরে তার দেখা পাওয়ার জো আছে! ধূসর হাইরাইজের ফাঁক দিয়ে নীল আকাশ ছাড়া আর কোনও রঙের দেখা বড় একটা মেলে না। ফাগুনের আগুন রঙা শিমুল পলাশ ফুল দেখার জন্য হাপিত্যেশ করা মনকে ছুটতে হয় পুরুলিয়া কিংবা বীরভূম। তা বলে কি ঘরে বসে বসন্ত-বিলাস হবে না? মোটেই না। চাইলে বসন্তকে টেনে আনা যেতে পারে চার দেওয়ালের মধ্যেও। অন্দরসাজ বদলে ফেলে ঘরেই আবাহন করুন ঋতুরাজকে। অনুভব করুন বসন্ত।
কী ভাবে সাজাবেন?
ঘরেই বসন্ত উদ্যাপন করতে চাইলে মনে রাখতে হবে বসন্তের সার কথা হল রং। তাই অন্দরসাজে নানা ভাবে রঙের ছোঁয়া রাখুন। তার মানে এই নয় যে, সর্বত্র, সবকিছু রঙিন হতে হবে।
১। তাজা ফুল-পাতা: ঘরে ফুল, পাতাবাহার গাছ রাখুন। সুন্দর টবে বাহারি গাছ রাখুন বা ফুলদানিতে রাখুন তাজা ফুল। সবুজ পাতা, ফুলের রঙ, গন্ধ মুহূর্তে ঘরকে জাগিয়ে তুলবে।
২। হালকা পর্দা-চাদর: বসন্তে মাঝে মাঝেই এক ধরনের নরম হাওয়া দেয়। ছাদে বা বারান্দায় দাঁড়িয়ে সেই হাওয়া গায়ে মাখলে উড়ুউড়ু ভাব আসে মনে। ঘরে ঠিক তেমনই অনুভব আনতে হলে পর্দায় থাক ফুরফুরে ভাব। ভারী পর্দার বদলে হালকা, স্বচ্ছ পর্দা ব্যবহার করুন। বিছানার চাদরও হোক হালকা। ভারী বুননের বেড কভার না বেছে নিয়ে হালকা ছাপের পাতলা চাদর পাতুন বিছানায়।
৩। প্যাস্টেল রঙ: শীতে উষ্ণ এবং গাঢ় রঙের চাদর বা পর্দায় ঘর সাজানো দস্তুর। তাতে কনকনে ঠাণ্ডাতেও উষ্ণ ভাব আসে। চাদরের পাশাপাশি কুশন, বালিশের কভারেও উজ্জ্বল রং থাকে। বসন্ত যতই রঙিন হোক বসন্তের ঘরের সাজে খুব বেশি উজ্জ্বল রং ব্যবহার করা চলবে না। বরং সাদা, গেলাাপি, প্যাস্টেল রঙের চাদর ব্যবহার করুন। পর্দায় বা বিছানার চাদরে খুব জংলা ছাপ ব্যবহার না করে হালকা রঙের উপর ছোট ছোট ছাপের চাদর বা পর্দা বেছে নিন। প্যাস্টেল রঙের তাঁতের একরঙা পর্দাও সুন্দর দেখাবে।
৪। দেওয়ালের সাজ : ঘরের সাজ বদলে দেওয়ার একটা সহজ উপায় হলো দেয়ালের সাজ বদলে দেওয়া। ধরুন যে দেওয়ালে ঘড়ি রাখেন সেখানে সাজিয়ে দিলেন কয়েকটি ছবির ফ্রেম । বা যে দেওয়ালে অনেকদিন ধরে একটি হাতে আঁকা অয়েল পেন্টিং ঝোলানো ছিল, সেটি সরিয়ে টাঙিয়ে দিলেন ফ্রেমে বাঁধানো একটি আয়না। নকশা করা কাঠের তাক, কাঠের ফ্রেম, ঘন রঙিন সুতোর কাজ করা কোনও কাঁথা বা আসন দিয়েও দেওয়াল সাজানো যেতে পারে। দেওয়ালে সাজানোর জিনিস বেছে নেওয়ার সময় রঙে গুরুত্ব দিন। ছবির ফ্রেমে নানা রকমের ফুল কিংবা হাতে আঁকা নানা রঙের পাতার ছবি বেছে নিতে পারেন। একটি দেওয়ালে সাজানো এমন চার পাঁচটি ছবিই ঘরের সাজ বদলে দেওয়ার জন্য যথেষ্ট।
৫। প্রাকৃতিক উপকরণ: ধাতব জিনিস বা ধাতব রঙের ঘর সাজানোর জিনিসের বদলে, প্রাকৃতিক উপাদানে তৈরি প্রাকৃতিক রঙের অন্দরাজের জিনিস, যেমন বেতের ঝুড়ি, কাঠের শিল্প, পোড়া মাটির শিল্প ব্যবহার করুন ঘর সাজাতে। এমনকি, রঙিন ফল ও সাজিয়ে রাখতে পারেন।