Gardening Tips

ঘর সাজানোর জন্য রাখা গাছের পাতা বাদামি হয়ে যাচ্ছে? কেন হয় এমন?

গাছপালা বেড়ে ওঠার জন্য আলো-হাওয়া আবশ্যক শর্ত। এ ছাড়াও দরকার হয় সার। এর কোনওটির অভাব হচ্ছে কি না, বুঝবেন কী করে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ২০:৩৪
Share:

গাছের পাতা বাদামি হওয়ার কারণ কী? ছবি: সংগৃহীত।

ঘর সাজিয়েছেন রকমারি গাছে। কিন্তু হঠাৎ করে দেখছেন, কোনও কোনও গাছের পাতা বাদামি হয়ে যাচ্ছে? কারণ বুঝতে পারছেন না? গাছপালা বেড়ে ওঠার জন্য আলো-হাওয়া আবশ্যক শর্ত। এ ছাড়াও দরকার হয় পু্ষ্টি। জলের অভাবও সমস্যা তৈরি করে। তার কোনওটার অভাব হচ্ছে কি না, বুঝবেন কী করে?

Advertisement

সূর্যালোকের অভাব: গাছের পাতায় বাদামি ছোপ ধরছে? পাতা কুঁকড়ে যাচ্ছে? এমন লক্ষণ দেখলে বুঝতে হবে গাছ ঠিকমতো আলো-হাওয়া পাচ্ছে না। অন্দরসজ্জার জন্য হলেও, বেশির ভাগ গাছেরই বেড়ে ওঠার জন্য ন্যূনতম আলো-হাওয়ার দরকার হয়। দক্ষিণ খোলা জানলায়, যেখানে হালকা রোদ এসে পড়ে, এমন জায়গা গাছের জন্য আদর্শ।

জল: গাছের জন্য জল প্রয়োজন। কিন্তু কতটা? সাধারণত ঘরে যে ধরনের গাছ রাখা হয়, সেগুলি কম যত্নেই বেড়ে ওঠে। জলও খুব বেশি দিতে হয় না। তবে অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচে, পাতা হলদে হয়ে যেতে পারে। জল খুব কম দিলেও এমনটা হওয়ার আশঙ্কা থাকে। জল দেওয়ার আগে দেখে নেওয়া দরকার টবের মাটি শুকনো কি না। ভিজে থাকলে জল দেওয়া যাবে না। পাশাপাশি, টবের জল নিষ্কাশন ব্যবস্থাও ভাল হওয়া দরকার।

Advertisement

সার: সার থেকে গাছ পুষ্টি পায়। ঘরে রাখার গাছগুলিতে সে ভাবে সার প্রয়োগের দরকার পড়ে না বটে, তবে গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি বিশেষত নাইট্রোজেনের অভাব হলে পাতা হলদে হয়ে ঝরে পড়তে পারে। আবার অতিরিক্ত সার প্রয়োগে মাটিতে লবণের ভাগ বেড়ে যায়। তাতেও শিকড় পচতে শুরু করতে পারে। এমন হলে পাতা বাদামি হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement