Beauty Tips

তপ্ত দিনে ঠান্ডা থাকুক ত্বক, ঘরোয়া জিনিসেই নেওয়া যায় যত্ন

বাড়িতে সহজ উপায়ে তৈরি কিছু জিনিসেই দিব্যি হয়ে যায় গ্রীষ্মের রূপচর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৯:১৬
Share:

ত্বকের যত্ন নেওয়া যায় ঘরে রাখা জিনিসেই। ফাইল চিত্র

বাড়িতে বসে কাজ করলেই যে গরমের তাপ ক্ষতি করে না ত্বকের, এমন নয়। রোদে না বেরোলেও ত্বকের কিছুটা যত্ন নিতেই হবে। বাড়িতে সহজ উপায়ে তৈরি কিছু জিনিসেই দিব্যি হয়ে যায় গ্রীষ্মের রূপচর্চা। কাজের ফাঁকে মিনিট দশেক বার করতে পারলেই হল।

Advertisement

কী ভাবে নেবেন ত্বকের যত্ন?

টক দই

Advertisement

এক চামচ বাড়িতে পাতা টক দই। শুধু এটুকুই যথেষ্ট মুখের ক্লান্তির দাগ পরিষ্কার করে দিতে। টানা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত, তখন ১০ মিনিটের বিরতিতেই করে ফেলা যায় রূপচর্চা। ঠান্ডা দই মেখে নিন মুখে। চোখ বন্ধ করে বসে থাকুন ৫ মিনিট। তার পরে মুখ ধুয়ে নিন। ত্বক পরিষ্কার যেমন হবে, তেমন অনেক ক্ষণ ঠান্ডাও থাকবে।

তরমুজের রস

কয়েক টুকরো তরমুজের রস বার করে তাতে একটু জল মিশিয়ে নিতে হবে। তার পরে ফ্রিজে রেখে দিন। কাজের মাঝে দিনে এক বার করে বাড়িতে তৈরি সেই টোনার মাখুন। ত্বক প্রয়োজনীয় জল পাবে। তাতে নরম থাকবে। উজ্জ্বলও হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা গাছ রয়েছে বাড়িতে? তার থেকে জেলি পদার্থটি বার করে নিতে হবে। গরমের দুপুরে যখন তপ্ত হয়ে ওঠে চোখ-মুখ, তখন সেই জেল মুখে মেখে রাখুন বেশ কিছুক্ষণ। পরে মুখ ধুয়ে নিলে ত্বক নরম এবং ঠান্ডা থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন