—প্রতিনিধিত্বমূলক ছবি।
আচ্ছা মাসিমা, আপনার কি সপ্তাহের কোনও কেজো দিনে কখনও ছেলের অফিসের মিটিংটায় থাকতে ইচ্ছে করে? কিংবা বলুন তো, আপিস-দিনের দুপুরে কত বার আপনার মেয়েকে ফোন করেই ‘বাবা আমি মিটিংয়ে’ বলে মুখ-ঝামটা শুনেছেন? সেক্টর ফাইভের একটি ঝকঝকে অফিসের বিকেলে কয়েক জন প্রবীণ-প্রবীণাকে প্রশ্ন করছিলেন চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ওঁরা ওই অফিসের কর্মীদেরই মা, বাবা। প্রশ্নগুলো তাঁদের হৃদয়ের কোমল তন্ত্রীতে ছুঁয়ে যাচ্ছিল।
আনন্দবাজার পত্রিকার উদ্যোগে ‘শহর কী বলছে?’ অনুষ্ঠানটির বিশেষ অধিবেশন বসেছিল ‘ইলজিক্স সফটওয়্যার’ সংস্থার অফিসে। ‘স্বপ্ন ছুঁতে ব্যস্ত সন্তান, মা-বাবা একা’ শীর্ষক আলোচনার পরিসরটুকু এ বার নিষ্করুণ কাঠখোট্টা কর্পোরেট জগতের অন্দরে আলো ফেলল। ইলজিক্সের কর্মীরা অবশ্য তাঁদের বস প্রদীপ চন্দ বস কম, বন্ধু বেশি বলে সরব। অনেকেই জানালেন, অফিসের পিকনিক বা বিশ্বকর্মা পুজোয় মা-বাবাদেরও থাকে সাদর আমন্ত্রণ। শিবপ্রসাদ তখনই তাঁর এবং নন্দিতা রায়ের নতুন ছবি ‘আমার বস’-এর গল্প শোনালেন। “আমরাও কিন্তু এমনই একটি মানবিক কর্পোরেট অফিসের গল্প নিয়ে আসছি। আমিই সেই অফিসের টক্সিক বস! কর্মচারীদের অপমান করি, কথা শোনাই! আমার মায়ের ভূমিকায় রাখী গুলজার আমাদের অফিসে ঢুকে অফিসটাই পাল্টে দিচ্ছেন।”
এরই সূত্রে উঠে এল গুগল বা লিঙ্কডইন-এর অফিসে বহু পুরনো এক অভিনব উদ্যোগের কথা। তখন অফিস কর্তৃপক্ষই কর্মচারীদের বলতেন, প্রতি শুক্রবার মা-বাবাকে অফিসে নিয়ে আসুন! এর পিছনে তাঁদের চাহিদা, কর্মীরা পারিবারিক পরিসরে আর একটু ভাল থাকুন! মা-বাবাদের একটু ভাল রাখুন। তাতে কাজের জায়গাও ভাল থাকবে। আলোচনার আসরে শিবপ্রসাদের ছবির সহ-শিল্পী শ্রাবন্তী, সৌরসেনী, ঐশ্বর্যরাও তাঁদের জীবনে মা, বাবাদের অবদানের কথা বলছিলেন। শুটিংয়ের ফাঁকে মায়ের ‘তুই খেয়েছিস তো’, ফোনটার কথা বললেন সৌরসেনী। ‘তোর সঙ্গে তো আজকাল দেখাই হয় না’, বলে বাবার অভিমানের কথাও উঠে এল! ব্যক্তি জীবনে সব থেকে অকপট সমালোচক, পুরোপুরি নিখাদ বন্ধু মা, বাবার প্রতি কর্তব্যের কথাই শ্রাবন্তী, ঐশ্বর্যেরা মনে করিয়ে দিলেন।
কাজের চাপে আইটি পেশাদারের মৃত্যু বা ম্যানেজারের নিষ্ঠুরতার শিকার হওয়ার মতো খবর আজকাল অনেকটাই গা-সওয়া। এই পটভূমিতে এ দিনের আলোচনা অফিসে অফিসে কাজের সুস্থ পরিবেশ তৈরির আর্জি জানাল। উপস্থিত আইটি কর্মীরা বলছিলেন, নিজে পারিবারিক জীবনে ভাল না থাকলে এটা সম্ভব হয় না। ব্যস্ত পেশাদার এবং তাঁদের বয়স্ক মা-বাবার সমীকরণ বা অফিসের বসের সহমর্মী হয়ে ওঠার মন্ত্রেই কর্পোরেট জগতের মানবিক মুখ রচনার চাবিকাঠি নিহিত থাকে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে