Red Sauce Pasta Cooking Tips

ঘরে তৈরি পাস্তায় রেস্তরাঁর স্বাদ আসবে সস্ ঠিকমতো বানালে, জেনে নিন রেড সস্ তৈরির ৪ ধাপ

লাল সসে মাখামাখি পাস্তা খেতে হলে বদল দরকার রন্ধনের কৌশলে। জেনে নিন, কী ভাবে ধাপে ধাপে বানিয়ে ফেলতে পারেন পাস্তার সস্‌।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪
Share:

পাস্তার সস্ বানানোর সময় কোন কৌশল মাথায় রাখা জরুরি? ছবি: সংগৃহীত।

ইটালির পাস্তা ওনেক দিনই ভারতীয় হয়ে গিয়েছে। মুখ্যত, বাঙালির ঘরে খুদে সদস্যদের দৌলতে পাস্তা খাওয়ার চল। পাস্তায় রকমারি সব্জি জুড়ে তার ভারতীয়করণও করা হয়েছে। তবে ঘরোয়া সেই পাস্তায় রেস্তরাঁর স্বাদ আসে না। লাল সসের মধ্যে পাস্তার সেই মিলমিশটি পেতে হলে বদল দরকার রন্ধনের কৌশলে। জেনে নিন, কী ভাবে ধাপে ধাপে বানিয়ে ফেলতে পারেন পাস্তার সস্‌।

Advertisement

সস্ তৈরির সময় চার বিষয় মাথায় রাখা জরুরি

তেল কতটা গরম হবে

Advertisement

রসুনের নির্যাস কী ভাবে সেই তেলে মিশবে

তেল এবং টম্যাটোর সঠিক মিশেল

ধৈর্য ধরে রান্না

পদ্ধতি

১। রেড সস্ তৈরির উপকরণ মূলত হল অলিভ অয়েল, রসুন, টম্যাটো।

টম্যাটো যত ভাল মানের হবে, স্বাদও ততটাই ভাল হবে। এর সঙ্গে রয়েছে রন্ধনের কৌশল এবং রাঁধুনির হাতযশ। কড়াই তেতে উঠলে দিতে হবে অলিভ অয়েল। তেল গরম হবে কিন্তু ধোঁয়া উঠবে না, এমন অবস্থায় যোগ করা দরকার রসুনকুচি।

২। তেলে রসুনের নির্যাস ভরপুর থাকা দরকার। তেলের সঙ্গে রসুন নাড়তে হবে এমন ভাবে, যাতে তা পুড়ে না যায়। রসুন কালচে হয়ে গেলে স্বাদ নষ্ট হবে। তাই চেষ্টা করতে হবে, রসুনে যেন হালকা রং ধরে।

৩। টম্যাটো থেঁতো করে বা কুচি করে রসুন-তেলে দিয়ে ক্রমাগত নাড়তে হবে। সৈন্ধব লবণ যোগ করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ৩০ মিনিটের মতো। টম্যাটো রান্না হলে তেল ছাড়া শুরু হবে। কাঁচা গন্ধ চলে যাওয়া জরুরি।

৪। খুন্তির সাহায্যে ভাল করে টম্যাটো নাড়িয়ে-চাড়িয়ে নিন। তার পর যোগ করুন খুব সামান্য চিনি। তা হলেই তৈরি হয়ে যাবে রেড সস্। নুন দিয়ে সেদ্ধ করা পাস্তা সসে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে চিজ়, অরিগ্যানো, চিলি ফ্লেক্স যোগ করলেই রেস্তরাঁর মতো স্বাদ আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement