password

Password: কোন কোন পাসওয়ার্ড ব্যবহার করলে সহজেই বিপদ ডেকে আনবেন

নেট মাধ্যমে ঘটে চলা প্রতারণার থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার শক্তিশালী পাসওয়ার্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৮
Share:

অসচেতনতার ফলে অনেক ক্ষেত্রেই দুর্বল থেকে যায় পাসওয়ার্ড। ছবি: সংগৃহীত

টাকা পয়সার লেনদেন থেকে দূরে থাকা প্রিয়জনের সঙ্গে কথোপকথন, আধুনিক জীবনের প্রত্যেক স্তরেই জড়িয়ে গিয়েছে নেট মাধ্যম। কিন্তু নেট মাধ্যমের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মাধ্যম ব্যবহার করে নানা ধরনের প্রতারণাও। নেট মাধ্যমে ঘটে চলা প্রতারণার থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার শক্তিশালী পাসওয়ার্ড। কিন্তু জানেন কি অসচেতনতার ফলে অনেক ক্ষেত্রেই দুর্বল থেকে যায় এই পাসওয়ার্ড। আর এক বার পাসওয়ার্ড চুরি হয়ে গেলে, টাকা থেকে ব্যক্তিগত ছবি বা তথ্য, সবই হয়ে যেতে পারে বেহাত।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

দুর্বল পাসওয়ার্ড কোনগুলি
অধিকাংশ ক্ষেত্রেই যে পাসওয়ার্ডগুলি সহজে চুরি হয়ে যায় সেগুলিতে থাকে কিছু সহজলভ্য তথ্য। সাধারণত মনে রাখার সুবিধার জন্য অনেকেই নিজের বা প্রিয় জনের নাম, ফোন নম্বর কিংবা জন্ম তারিখ দিয়েই পাসওয়ার্ড তৈরি করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, অতি সহজেই চুরি হয়ে যায় এ ধরনের পাসওয়ার্ড। আবার একই পাসওয়ার্ড একাধিক জায়গায় দেওয়ার প্রবণতাও বিরল নয়। এটিও খুবই ঝুঁকিপূর্ণ। কারণ একটি পাসওয়ার্ড চুরি হয়ে গেলেই অন্য পাসওয়ার্ডগুলিও অসুরক্ষিত হয়ে যায়।

শক্তিশালী পাসওয়ার্ড দেবেন কী করে
১। অক্ষর, সংখ্যা কিংবা বিশেষ ধরনের চিহ্নের মিশ্রণে তৈরি করতে হবে পাসওয়ার্ড।
২। পাসওয়ার্ডে নাম, ফোন নম্বর, জন্ম তারিখের মতো ব্যাক্তিগত তথ্যের ব্যবহার নৈব নৈব চ।
৩। নিয়মিত বদল করতে হবে পাসওয়ার্ড।
৪। একই পাসওয়ার্ড বারবার ব্যবহার নয়।
৫। একাধিক পাসওয়ার্ড ব্যবহার করার সুবিধা থাকলে গ্রহণ করতে হবে সেই সুবিধা। একটি পাসওয়ার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত দ্বিস্তরীয় সুরক্ষার ব্যবস্থা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন