Insect

Wasp: ঘরে বোলতার উৎপাত? রাসায়নিক ব্যবহার না করেই তাড়ান পোকাটিকে

বাজার চলতি প্রচুর রাসায়নিক স্প্রে পাওয়া যায়। কিন্তু সেগুলি পোকাটির পাশাপাশি মানুষের শরীরেরও ক্ষতি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৭:০৪
Share:

বোলতা তাড়ানোর ঘরোয়া উপায় ছবি: সংগৃহীত

গ্রীষ্ম আর বর্ষাকালে বোলতার উৎপাত বাড়ে। বিশেষ করে যাঁদের বাড়ির আশপাশে কিছুটা অংশ জুড়ে বাগান বা গাছপালা আছে, তাঁদের বাড়িতে মাঝেমধ্যই বোলতা ঢুকে পড়ে। কী করে মুক্তি পাবেন এই পতঙ্গের হাত থেকে?

বাজার চলতি প্রচুর রাসায়নিক স্প্রে পাওয়া যায়। কিন্তু সেগুলি পোকাটির পাশাপাশি মানুষের শরীরেরও ক্ষতি করে। ক্ষতি হয় পরিবেশের। তার বদলে ঘরোয়া কয়েকটি উপাদান দিয়েই তাড়িয়ে দেওয়া যায় এটিকে। দেখে নেওয়া যাক সেগুলি।

• গোলমরিচ: এক কাপ জলে ৬ চামচ গোলমরিচ গুঁড়ো আর ৩ চামচ লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। তার পরে সেই জলটি মিনিট ১৫ ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেই জল স্প্রে-বোতলে ভরে নিন। বোলতা ঢুকলে তার গায়ে স্প্রে করুন। পতঙ্গটি পালিয়ে যাবে। ফিরে আসবে না।

Advertisement

• পেঁয়াজের রস: ঘরে বোলতা বাসা তৈরি করেছে? পেঁয়াজের রসের সঙ্গে নুন মিশিয়ে বাসায় স্প্রে করুন। বোলতা বাসা ছেড়ে পালাবে।

• লেবুর রস আর ভিনিগার: এই দু’টি মিশিয়ে বোলতার বাসায় স্প্রে করন। বোলতা ফিরে আসবে না।

Advertisement

• ভিনিগার, চিনি আর সোডা: ভিনিগারে ভাল করে চিনি গুলে নিন। তার সঙ্গে খাবার সোডা মেশান। এই মিশ্রণও বোলতার বাসায় ছিটিয়ে দিন। বোলতা এলাকা ছেড়ে পালাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন