Mattress Cleaning Tips

তোষকের ভিতরে তুলো দলা পাকিয়ে যাচ্ছে? সমান ও নরম রাখতে ৩ মাস অন্তর বিশেষ কৌশল প্রয়োগ করুন

বিছানার চাদর থেকে বালিশ নিয়ম করে পরিষ্কার করেন, রোদে দেন, ঝাঁটা দিয়ে পেটান। অথচ উপেক্ষিত থেকে যায় তোষক। কিন্তু বার বার দামি গদি কেনাও সম্ভব নয়। তা হলে গদির যত্ন নেবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৬
Share:

গদির মেয়াদ বাড়ান নিয়মিত যত্ন ছবি: সংগৃহীত।

রোজের ব্যবহারে তোষকের ভিতরে তুলো দলা পাকিয়ে ওঠে। বিছানায় শুলেই উঁচু-নিচু ঠেকে পিঠে। কিন্তু বার বার দামি গদি কেনাও সম্ভব নয়। আবার, নতুন তোষক কেনার পরও যে এমনটি ঘটবে না, তার কোনও নিশ্চয়তা নেই। কারণ দোষ তোষকের নয়, আপনি কেমন করে তোষক ব্যবহার করছেন সেটি বেশি গুরুত্বপূর্ণ। বিছানার চাদর থেকে বালিশ নিয়ম করে পরিষ্কার করেন, রোদে দেন, ঝাঁটা দিয়ে পেটান। কিন্তু উপেক্ষিত থেকে যায় তোষক। মাসের পর মাস ব্যবহার করার ফলে এবড়োখেবড়ো হয়ে যায় গদি। কিন্তু আপনি যদি যত্ন করেন, তোষকও তার মর্যাদা দেবে। চটজলদি তুলো দলা পাকাবে না, স্প্রিং নষ্ট হবে না, পরিষ্কারও থাকবে।

Advertisement

যত্ন না নিলে ব্যবহারযোগ্য থাকে না তোষক। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গদির যত্ন নেবেন কী ভাবে?

· প্রতি ৩ মাস অন্তর গদি ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে, যাতে দেহের ওজন তোষকের প্রতি অংশে একই ভাবে পড়ে। সারা বছর সমান ব্যবধানে তোষক উল্টে পাল্টে দিতে হবে। ফলে তুলো চটজলদি দলা পাকিয়ে যাওয়া থেকে বিরত থাকবে।

Advertisement

· গদির উপর হালকা একটি কভার জড়িয়ে নিন। যাতে ঘাম, ধুলো, তেল ইত্যাদি তোষক পর্যন্ত না পৌঁছোয়।

· প্রতি সপ্তাহে চাদর পাল্টে নিতে হবে, যাতে ঘাম, ময়লা ইত্যাদি কোনও ভাবেই চুঁয়ে না যেতে পারে।

· তোষককে কখনও সখনও বিশ্রাম দিন। চাদর পাল্টানোর সময়ে এই প্রথা মেনে চলুন। চাদর তুলে ফেলার পর ঘণ্টাখানেক নতুন চাদর পাতবেন না। গদির গায়ে মুক্ত বাতাস লাগতে দিন।

· তোষকের ফ্যাব্রিক বা কাপড় রক্ষা করার জন্য পোষ্যকে গদির থেকে দূরে রাখুন। নয়তো থাবার খোঁচায় কাপড় ছিঁড়ে যেতে পারে, তুলো বেরিয়ে আসতে পারে।

· রোদে দিন তোষক। এতে জীবাণু মরে গিয়ে আর্দ্রতা দূর হবে।

· তোষককে একেবারেই ভাঁজ করে রাখবেন না, এতে ভিতরের ফিলিংস এলোমেলো হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement