Raw Mango Green Chutney

ডায়াবিটিস হয়েছে বলে চিনি বাদ! কী ভাবে গরমের দিনে বানাবেন কাঁচা আমের স্বাস্থ্যকর চাটনি?

চাটনি খেলেই ডায়াবেটিকদের সুগার বৃদ্ধির ভয় থাকে। স্বাস্থ্য সচেতনরাও চিনি খেতে চান না। কী ভাবে কাঁচা আমের চাটনি করবেন ‘স্বাস্থ্যকর’?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:২৫
Share:

কাঁচা আামের চাটনি হোক চিনি ছাড়াই, অন্য ভাবে। ছবি:ফ্রিপিক।

স্বাস্থ্যের কথা মাথায় রাখলে চিনি এড়িয়ে চলার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। ডায়াবিটিস থাকলে তো চিনি আপনা থেকেই বাদ চলে যায়। কিন্তু গরমের দিনে কাঁচা আম দেখলে কার না চাটনি খেতে ইচ্ছে হয়!

Advertisement

তবে, কাঁচা আমের টক ভাব কাটানো তো মুখের কথা নয়! ফলে চিনিও দিতে হয় হাত ভরে। আর ঠিক সে কারণেই মনের ইচ্ছা চেপে কাঁচা আমের চাটনি খাওয়া বাদ দিতে হয় ডায়াবেটিকদের। বাঙালিদের মতো মিষ্টি চাটনি না হোক, কাঁচ আম দিয়ে একেবারে অন্য রকম চাটনিও বানানো যায় কিন্তু। দক্ষিণ ভারতীয় রন্ধন উপকরণের ছোঁয়ায় তা হয়ে ওঠে রীতিমতো স্বাস্থ্যকর।

কী ভাবে বানাবেন কাঁচা আমের চিনি ছাড়া চাটনি?

Advertisement

২টো আম খোসা ছাড়়িয়ে কুচিয়ে নিন। মিক্সারে আমের টুকরোর সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ নারকেল কোরা, ২টো কাঁচালঙ্কা, ৪ কোয়া রসুন, আধ ইঞ্চি আদা, ১ চা-চামচ গুড়, স্বাদমতো নুন, ১ টেবিল চামচ তেল, এক চিমটে হিং। সমস্ত উপকরণ মিক্সারে ঘুরিয়ে নিন। প্রয়োজনে নারকেল কোরার পরিমাণ আরও একটু বাড়িয়ে গুড় বাদ দিতে পারেন।

এ বার কড়াইয়ে তেল নিয়ে কারিপাতা, সর্ষে ফোড়ন দিয়ে চাটনির উপরে ঢেলে মিশিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement