পোষ্যকে নিয়ে বেড়াতে যাবেন? সফরের আগে কোন বিষয়গুলি জেনে নেওয়া দরকার? ছবি: ফ্রিপিক।
বাড়ির আর পাঁচ জনের মতোই চারপেয়ে জীবটিও কিন্তু পরিবারেরই একজন হয়ে ওঠে। কিন্তু বেড়াতে গেলে লম্বা সফরের ধকল সে নিতে পারবে কি না, কোথায়, কোন পরিবেশে রাখা হবে, এমন চিন্তাভাবনায় অনেকে অনিচ্ছাতেই পোষ্যকে বাড়িতে রেখে যেতে বাধ্য হন।
তবে আদরের কুট্টুস, কার্লো, পুটুসদের নিয়ে বেড়াতে যাওয়া মোটেই ঝক্কি নয়। বরং ঘরের চার দেওয়ালের বদ্ধ জীবন থেকে কয়েক দিনের মুক্তি, খোলা হাওয়া, প্রিয়জনের সঙ্গ তাদের মনও ভাল করে দিতে পারে।
ব্যক্তিগত গাড়ি হোক বা ট্রেন— নানা ভাবেই পোষ্যকে নিয়ে যাওয়া যায়। কিছু নিয়মকানুন থাকে। তবে সে সব বিশেষ কঠিন নয়। কী ভাবে চারপেয়েকে সফরের জন্য প্রস্তুত করবেন, কী কী সঙ্গে নেবেন?
১। যেহেতু সময়টা বর্ষা তাই বাড়তি ভাবনার প্রয়োজন। কারণ, স্যাঁতসেঁতে আবহে পোষ্যের রোগ সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। পরজীবীর আক্রমণ হতে পারে লোমে।যাওয়ার আগে পশুরোগ চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি। তাঁর কাছ থেকে জরুরি ওষুধ জেনে সঙ্গে রাখুন।
২। টিকাকরণ পোষ্যকে অসুখের হাত থেকে সুরক্ষা দেয়। টিকা দিলে সেই অসুখ হবে না, এমন নয়। কিন্তু যদি তা হয় মারাত্মক আকার ধারণ করবে না। সারমেয়র লোমে এঁটুলি-সহ একাধিক পোকামাকড়ের আক্রমণ হয়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় সেগুলি বেড়ে যায়। আগাম পশুরোগ চিকিৎসকের পরামর্শ নেন, কী ভাবে তা এড়ানো যায়।
৩। পোষ্যের টিকাকরণ, প্রেসক্রিপশনের অনুলিপি সঙ্গে রাখুন। কোনও জরুরি পরিস্থিতিতে সেগুলির দরকার হতে পারে।
৪। মনুষ্যসন্তানদের মতোই পোষ্যের জন্য প্রতিটি খুঁটিনাটি জিনিস গুছিয়ে নিতে হবে অভিভাবকদেরই। বর্ষার মরসুম, তাই পোষ্যের বর্ষাতি সঙ্গে রাখতে পারেন। বাইরে ছুটে বেরিয়ে যেতে পারে সে। তাই বেল্ট, লিশ রাখতে হবে প্রয়োজনে তাকে সামলানোর জন্য। সঙ্গে রাখা দরকার পা মোছানোর ওয়াইপ্স, শ্যাম্পু, তোয়ালের মতো জরুরি জিনিস। যে গদিতে শোয় সে, বা যে চাপা ব্যবহার করে, তেমন কিছু সঙ্গে রাখতে পারেন। এতে নতুন জায়গায় গেলেও চেনা গন্ধ পাবে পোষ্য।
৫। খাবার এবং জলও সঙ্গে রাখা দরকার। যেখানে যাচ্ছেন সেখানে সারমেয়র উপযুক্ত খাবার বানানো সম্ভব হবে কি না, আগে জেনে নিন। তা ছাড়া, যে কোনও পরিস্থিতিতে যাতে এক বা দু’বেলার খাবার সঙ্গে থাকে, তা নিশ্চিত করা দরকার। শুকনো খাবারের পাশাপাশি বাড়ি থেকে বানিয়ে আনা খাবার রাখতে পারেন।পোষ্যের খেতে সুবিধা হয় এমন বাটি এবং বোতল সঙ্গে রাখুন।
৬। গাড়ি করে লম্বা সফরের আগে ছোট ছোট সফরে গিয়ে পোষ্যকে অভ্যস্ত করে তুলুন। কখনও পোষ্যকে একা গাড়িতে রেখে যাওয়া ঠিক নয়। এতে তার উদ্বেগ তৈরি হবে। তা ছাড়া, গাড়িতে যাওয়ার সময় সে যাতে বাইরের হাওয়া পায়, কষ্ট না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। মাঝেমধ্যে বিরতি নিলেও চারপেয়ে বিশ্রাম পাবে।
৭।ঘরে সময় কাটানোর জন্য পোষ্যের কিছু প্রিয় জিনিস নিয়ে যেতে পারেন। তবে হোটেলের ঘরে কোনওমতেই তাকে একা রেখে যাওয়া ঠিক হবে না।