Smartphone

Google Privacy breach: জানেন কি ফোনে কথা বললেই আড়ি পাততে পারে গুগল? কী ভাবে আটকাবেন

কী বিষয়ে, কার সঙ্গে কথা বলছেন, সব জেনে নিচ্ছে গুগল। তবে প্রযুক্তির সেই জালে আটকে না থেকে, নিজেকে বার করে আনার উপায়ও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:০৪
Share:

প্রতীকী ছবি।

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। তার মানে কখনও নিশ্চয়ই গুগল অ্যাসিস্ট্যান্টও ব্যবহার করেছেন। নানা প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিয়েছে আপনার গুগল-সহকারী। তাতে আপনার সাহায্য হয়েছে সেই মুহূর্তে। কিন্তু ফাঁদ পাতা আছে সেখানেই। জানেন কি এই পরিষেবা ব্যবহার করলে কী সমস্যায় পড়তে পারেন?

অ্যান্ড্রয়েড ফোনে এই পরিষেবা এক বার ব্যবহার করলেই যে আপনার সব কথা রেকর্ড করে নিতে পারে গুগল। শুধু গুগল অ্যাসিস্ট্যান্টকে করা প্রশ্ন নয়, সেখানে জমে থাকে আপনার ব্যক্তিগত সব কথাও। কী বিষয়ে, কার সঙ্গে কথা বলছেন, সব জেনে নিচ্ছে গুগল। তবে প্রযুক্তির সেই জালে আটকে না থেকে, নিজেকে বার করে আনার উপায়ও রয়েছে। তার আগে বুঝতে হবে আপনার ফোনে সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে কিনা?

Advertisement

প্রতীকী ছবি।

কী ভাবে বুঝবেন গুগল সব কথা রেকর্ড করছে?

১) নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন। কী ভাবে করবেন? প্রথমে গুগলঅ্যাপ খুলুন। উপরের ডানদিকে গিয়ে নিজের প্রোফাইলে ঢুকে ‘ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট’-এ যান।

Advertisement

২) এ বার গুগল অ্যাকাউন্টের পাতার নীচে গিয়ে ‘ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন’-এ ক্লিক করুন।

৩) সেই বিভাগে গেলে মিলবে ‘অ্যাক্টিভিটি কন্ট্রোলস’। সেখানেই আছে সব তথ্য। ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন, হিস্ট্রি— সব থাকবে। এই পাতায় যাওয়ার জন্য ‘গুগল মাই অ্যাক্টিভিটি’ লেখা জায়গাটিতে ক্লিক করতে হবে। সেখানে যাওয়ার জন্য ব্যবহার করা যায় এই লিঙ্ক: https://myactivity.google.com/myactivity?pli=1

৪) এ বার ‘ম্যানেজ ইয়র অ্যাক্টিভিটি কন্ট্রোলস’-এ যেতে হবে।

৫) সেখান থেকে যেতে হবে ‘ফিল্টার বাই ডেট’ অপশনে।

৬) সেখান থেকে নিজের কথার রেকর্ডিং চালিয়ে শুনতে পাবেন।

অ্যান্ড্রয়েড ফোনে ব্যক্তিগত কথা রেকর্ড হওয়া বন্ধ করবেন কী ভাবে?

আপনার কথায় গুগলের আড়ি পাতা বন্ধ করা যাবে কয়েকটি ধাপেই।

১) প্রথমেই ‘ওকে গুগল’ বন্ধ করতে হবে।

২) ফোনের ‘সেটিংস’ খুলে গুগল সিলেক্ট করতে হবে।

৩) এর পরে ‘সার্ভিসেস’-এ গিয়ে ‘অ্যাকাউন্ট সার্ভিসেস’ সিলেক্ট করুন।

৪) ‘সার্চ, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস’ সিলেক্ট করুন।

৫) এ বার ‘ভয়েস’ সিলেক্ট করুন। সেখান থেকে ‘ভয়েস ম্যাচ’-এ ক্লিক করুন।

৬) সেখান থেকে ‘অ্যাকসেস উইথ ভয়েস ম্যাচ’ ডিজেবল করে দিন।

৭) নিজের গলার আওয়াজের নমুনা গুগল সার্ভার থেকে মুছে দিতে চাইলে ‘ডিলিট ভয়েস মডেল’-এ ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন